logo
আপডেট : ২ ডিসেম্বর, ২০২৩ ১০:৫৯
নিউজিল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের টেস্ট জয়
নিজস্ব প্রতিবেদক

নিউজিল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের টেস্ট জয়

নিউজিল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের টেস্ট জয়। আজ শনিবার সকালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২ ম্যাচ সিরিজের প্রথম টেস্টে জয় নিশ্চিত করলো বাংলাদেশ।

আজ ম্যাচের পঞ্চম দিনে ৩ উইকেট হাতে নিয়ে নেমেছিল নিউজিল্যান্ড। শুরুতেই ড্যারেল মিচেলকে ফিরিয়েছেন ডানহাতি স্পিনার নাইম হাসান। ১২০ বলে ৫৮ রান করে তাইজুলের তালুবন্দি হয়েছেন এই কিউই ব্যাটার। এর পর ৩৪ রান করে সাজ ঘরে ফেরেন সৌদি। এর পর দলের ১৮১ রানের মাথায় অল আউট হয়ে যায় সব খেলোয়াড়।

এর আগে গতকাল ম্যাচের চতুর্থ দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসের শুরুতেই একে একে সাজঘরে ফিরেছেন ৩ কিউই টপঅর্ডার। ইনিংসের প্রথম ওভারের শেষ বলে রানের খাতা খোলার আগেই টম ল্যাথামকে (৬ বলে ০) সাজঘরে ফেরত পাঠান শরিফুল ইসলাম। এই বাঁহাতি পেসারের ফুল লেন্থের বলে উইকেটরক্ষক নুরুল হাসানের হাতে ক্যাচ তুলে দেন ল্যাথাম।

প্রথম ইনিংসে বাংলাদেশ দলের কাঁটা হয়ে ব্যাট করছিলেন কেন উইলিয়ামসন। কিন্তু দ্বিতীয় ইনিংসে উইলিয়ামসনকে সেটি করতে দিলেন না তাইজুল ইসলাম। এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে ২৪ বলে ১১ করা এই কিউই ব্যাটারকে আউট করেন টাইগার স্পিনার।

এরপর ব্যাট করতে নামা হেনরি নিকোলসে সাজঘরের পথ দেখান অফস্পিনার মেহেদি হাসান মিরাজ। ২ রানে করে নাইম হাসানের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন এই কিউই ব্যাটার।

কঠিন সময়ে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন ওপেনার ডেভন কনওয়ে। দেখেশুনে খেলে ৭৬ বলে ২২ করা এই ব্যাটারকে শাহাদাত হোসেনের ক্যাচ বানান তাইজুল। এরপর উইকেটরক্ষক ব্যাটার টম ব্লান্ডেলকেও সাজঘরে ফেরত পাঠান এই বাঁহাতি স্পিনার। ১৬ বলে ৬ রান করে শর্টলেগে নুরুল হাসানের হাতে ক্যাচ তুলে দেন এই কিউই ব্যাটার।

গ্লেন ফিলিপসকে এলবিডব্লিউ করেছেন ডানহাতি অফস্পিনার নাইম। এই কিউই ব্যাটার করেছেন ২৬ বলে ১২ রান।তাইজুলের বলে এলবিডব্লিউয়ের শিকার হন কাইল জেমিসন। ২৮ বলে ৮ রান করেন এই কিউই লোয়ার অর্ডার।

এর আগে দ্বিতীয় ইনিংস শেষে নিউজিল্যান্ডকে ৩৩২ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ৩১০ রান করেছিল টাইগাররা। জবাবে ব্যাট করতে নেমে ৭ রান এগিয়ে ৩১৭ রানে গিয়ে থামে নিউজিল্যান্ডের প্রথম ইনিংস। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ৩৩৮ রানের সুবাদে ৩৩১ রানের লিড পায় কিউইরা। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত হাঁকিয়েছেন রেকর্ড গড়া সেঞ্চুরি।

দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে চাপে পড়েছিল বাংলাদেশ। ২৬ রানে ছিল না ২ উইকেট। ৩০ বলে ১৭ রান করে অ্যাজাজ প্যাটেলের অনেক বেশি টার্ন করা বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন ওপেনার জাকির হোসেন।

দুর্ভাগ্যজনক রানআউটের শিকার হয়ে ফেরেন আরেক ওপেনার মাহমুদুল হাসান জয়। সাউদির বলে ড্রাইভ খেলেন শান্ত, বল বোলারের হাত স্পর্শ করে ভেঙে যায় ননস্ট্রাইকের স্টাম্প।

দুই ওপেনারের দ্রুত বিদায়ের পর দলের হাল ধরেছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক। অপ্রত্যাশিত রানআউটের মাধ্যমে শতরানের (৯০) কাছাকাছি এসে ভেঙে যায় শান্ত-মুমিনুলের জুটি। ভুল বোঝাবুঝিতে ৬৮ বলে ৪ বাউন্ডারিতে ৪০ রান করে সাজঘরে ফেরত যান মুমিনুল।

অভিজ্ঞ মুমিনুল ফিরলেও দুর্দান্ত সেঞ্চুরি করেন শান্ত। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১৯৮ বলে ৯ বাউন্ডারিতে ১০৫ রান করেন বাংলাদেশ অধিনায়ক। পেসার টিম সাউদ বলে উইকেটরক্ষক ব্লান্ডেলের হাতে ক্যাচ তুলে দিয়ে আউট হন শান্ত

১৯ বলে ১৮ রান করে ইশ সোধির বলে লেগবিফোর উইকেটের (এলবিডব্লিউ) ফাঁদে পড়ে সাজঘরে ফেরত যান শাহাদাত হোসেন।

মুশফিকুর রহিম ও মেহেদি হাসান মিরাজ করেছেন ফিফটি। মিস্টার ডিফেন্ডেবল মুশফিক করেছেন ১১৬ বলে ৬৭। অ্যাজাজ প্যাটেলের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন এই ডানহাতি ব্যাটার। অপরদিকে মিরাজ ৭৬ বলে ফিফটি (৫০) করে অপরাজিত থাকেন। নুরুল হাসান সোহান করেন ১০ রান।

কিউইদের হয়ে ৪ উইকেট শিকার করেছেন অ্যাজাজ প্যাটেল। ২ উইকেট পেয়েছেন ইশ সোধি। একটি করে উইকেট তুলে নিয়েছেন টিম সাউদি ও গ্লেন ফিলিপস।