logo
আপডেট : ৩ ডিসেম্বর, ২০২৩ ১০:৪৮
আজকের ছড়া/কবিতা
পৃথিবীর ডাক
পংকজ পাল

পৃথিবীর ডাক

পৃথিবী ঝুলে আছে পেন্ডুলামের মতন 
বিভ্রান্তি আর ভয়ের মধ্যে দ্রবীভূত আবেগ 
আকাঙ্ক্ষা ভরা আত্মার দিকে তাকালে 
শোক আঁটকে যায়
বিমোহিত শরীরে তৃষ্ণা উষ্ণতা ছড়ায়।

কলঙ্কিত চাঁদ নষ্ট হাসি হাসতে চায় 
সময় যখন দিনের আলোয়
বন্ধুত্ব করতে অস্বীকার করে
তারারা লজ্জায় মুখ লুকায়
আকাশ গ্রাস করে কালো মেঘ
নীল মোছে যায়।

আত্মা তৃষ্ণার্ত চাঁদকে আঁকে অন্তরে
বিরহ বেদনায় আনন্দ সুখানুভবের শরীরে
ভোরে সূর্যের সাথে নাচে কুয়াশা
শিশির ভেজা প্রকৃতির একরাশ শুভেচ্ছা।