logo
আপডেট : ৩ ডিসেম্বর, ২০২৩ ১৩:০২
মারাত্মক মাদক বুপ্রেনরফিনসহ তিন জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব
নিজস্ব প্রতিবেদক

মারাত্মক মাদক বুপ্রেনরফিনসহ তিন জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব

ঢাকার  দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা থেকে বিপুল পরিমাণ ভয়াবহ মাদক বুপ্রেনরফিনসহ ৩ মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। গ্রেপ্তারকৃতরা হলেন 
 মোঃ বাবু (৩৫),  দাউদুল ইসলাম @ দুলু (৫১) ও ফাতেমা বেগম (৬০)। 
র‌্যাব জানায়, শনিবার (২ ডিসেম্বর) সকাল হতে রাত পর্যন্ত র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে।  আনুমানিক ১৪,০০,০০০/- (চৌদ্দ লক্ষ) টাকা মূল্যমানের ২,৮০০ (দুই হাজার আটশত) পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে বুপ্রেনরফিন ইনজেকশনসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
 প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, এই বুপ্রেনরফিন ইনজেকশন সাধারণত রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শে ব্যথানাশক হিসেবে শরীরে প্রয়োগ করায়। তবে বর্তমানে নির্দিষ্ট পরিমাণের চেয়ে অধিক পরিমাণ নেশাদ্রব্য উপাদান মিশিয়ে মাদক হিসেবে এটি বাজারে সরবরাহ করা হচ্ছে। বুপ্রেনরফিন ইনজেকশন সরাসরি ভেইনে নেয়া হয়। এই ভয়াবহ বুপ্রেনরফিন ইনজেকশনটি নেয়ার সঙ্গে সঙ্গে ব্যবহারকারীর শরীরে নেশার প্রতিক্রিয়া দেখা দেয়। বিশেষ করে প্যাথেডিন এবং হেরোইন নিয়েও যাদের কাজ হয় না, তারা এই ভয়াবহ মাদকটি ব্যবহার করে বলে জানা যায়। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা রয়েছে।