logo
আপডেট : ৫ ডিসেম্বর, ২০২৩ ১০:৫৭
আজকের ছড়া/কবিতা
গড়বড়
রাহমান হাবিব

গড়বড়

স্থির কোনো সৌখিন সংবাদ নেই
প্লাকার্ডে নেই কাব্য-নির্ঘুম নিমন্ত্রণ
কোনো মনোহর অনুগ্রহ নেই বিধাতার মৃত্তিকা আশ্রয়ে

এখানে
বটতলার বাবা এখনো লালসালুর বিকীর্ণ আলো চায়,
বিরতিহীন সূর্যাস্ত চায় কক্ষচ্যুত নক্ষত্রের চৌকস লাশ

প্রোপাগান্ডার উত্ত্যক্ত ফাঁদে বিযুক্ত ভয়
                                    আর
                                    মৃত্যুস্তবক,
শাস্ত্রবিরুদ্ধ প্রাচীরে নিঃশঙ্ক ভুলের প্রত্যহ ধৃষ্টতা

কৃতান্ত দর্শনে দিকভ্রান্ত-- মানুষের কিংবদন্তী বিবেক
বিকল্প অবতার অদৃষ্টে কুলাঙ্গার গন্তব্য,
জন্ম-বসতির মুখোমুখি চোরাগোপ্তা বিলোপ সংশয়

অথচ,
ভাঙা চশমার ঠাট বাঁধতে বাঁধতে আমাদের দাদু বলছিলেন--
পৃথিবীর সবগুলো গরু তাঁর মক্তবে এসে
উৎকৃষ্ট আদম বনে গেছে!