logo
আপডেট : ৫ ডিসেম্বর, ২০২৩ ১৭:১৪
সাত অনলাইন জুয়াড়িকে আটক করেছে সিআইডি
নিজস্ব প্রতিবেদক

সাত অনলাইন জুয়াড়িকে আটক করেছে সিআইডি

অন লাইন জুয়ায় জড়িত থাকার অপরাধে 1xBet এর ম্যানেজারসহ সাত  জনকে গতকাল আটক করেছে সিআইডি। গ্রেফতারকৃতরা হলেন- সাইফ বিন ওহিদুল (বিপু) (৩০),  মো: জামিল হোসেন (৪২), মো: রাসেল শেখ (২৩),  মো: সাব্বির হোসেন (২২), মো: সোহাগ হোসেন (২৪), মাইনুদ্দিউদ্দিন শিকদার (ছোটন) (২৫) ও মো: ইমন হোসেন (২৩) এ সময়ে তাদের কাছ থেকে১৭ টি বিভিন্ন ব্রান্ডের মোবাইল ফোন ও ০৯টি এজেন্ট সিমসহ মোট ২২ টি সিম উদ্ধার করা হয়।

যেভাবে চলে অনলাইন জুয়াঃ  সিআইডি জানায়, অনলাইন জুয়া খেলার জন্য আলাদা আলাদা বেটিং সাইট বা ওয়েবসাইট রয়েছে। এসব ওয়েবসাইটে প্রবেশ করে প্রথমেই একজন ব্যক্তিকে রেজিস্ট্রেশন করতে হয়। রেজিস্ট্রেশনের পরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেয়া হয়। সেক্ষেত্রে নির্দিষ্ট অঙ্কের একটি ব্যালেন্স যোগ করতে হয়। মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এর মাধ্যমে নির্দিষ্ট নম্বরে টাকা পাঠালে ব্যালেন্স যোগ হয়ে যায়। ব্যালেন্স যুক্ত হওয়ার পরে সাইটগুলোতে বিভিন্ন ধরনের 
জুয়া খেলার যে অপশন রয়েছে সেগুলো থেকে যেকোনো একটি পছন্দ অনুযায়ী অ্যাকাউন্ট হোল্ডার খেলতে পারেন। এক্ষেত্রে অ্যাকাউন্টধারী ব্যক্তি জিতলে অ্যাকাউন্টে ব্যালেন্স জমা হবে। আর হেরে গেলে টাকা চলে যায় জুয়ার সাইট পরিচালনার সাথে যুক্ত ব্যক্তিদের কাছে। যেমন- ক ও খ দুইটি ক্রিকেট টিমের খেলা চলাকালীন সময়ে অনলাইন জুয়ার সাইটে অফার দেয়া হলো যে, ক টিম যদি খেলায় জিতে যায় তাহলে জুয়াড়িরা পাবে ২০০০/- টাকা আর যদি হেরে যায় তাহলে বিনিয়োগকৃত টাকা চলে যাবে সাইটের পরিচালনাকারীদের কাছে। 
গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, 1xBet সহ বাংলাদেশে প্রচলিত যতগুলো বেটিং সাইট রয়েছে তার বেশিরভাগই মূলত রাশিয়া থেকে নিয়ন্ত্রণ করা হয়। বিভিন্ন দেশে স্থানীয়ভাবে নিয়ন্ত্রণের জন্য ম্যানেজার নিয়োগ করা হয়। ম্যানেজার বাংলাদেশে জুয়ার এজেন্ট হিসাবে বিশ্বস্তদের নিয়োগ দেয়। আবার জুয়ার এজেন্টগন এ সমস্ত অ্যাপস পরিচালনা করতে পারে টেকনিক্যালি দক্ষ এমন লোক নিয়োগ দেন। 1xBet এর অন্যতম একজন বাংলাদেশী এজেন্ট হচ্ছে বরিশালের তারেক রহমান @ তুহিন নামীয় এক ব্যক্তি। জুয়ার এজেন্ট এর কার্যক্রম পরিচালনার জন্য সে গ্রেফতারকৃত সাইফ বিন ওহিদুল (বিপু) (৩০) কে ম্যানেজার হিসেবে নিয়োগ দেয় এবং পরবর্তীতে তাকে পার্টনার হিসেবে এজেন্টশিপ দেয়। এই বিপু আবার এই কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য গ্রেফতারকৃত ১। মো: রাসেল শেখ (২৩), ২। মো: সাব্বির হোসেন (২২), ৩। মো: সোহাগ হোসেন (২৪), ৪। মাইনুদ্দিউদ্দিন শিকদার (ছোটন) (২৫), এবং ৫। মো: ইমন হোসেন (২৩) দেরকে নিয়োগ দেয় যারা টেকনোলজিতে বেশ দক্ষ। এরা বিপু এবং তুহিনের জুয়ার চ্যানেলে সকল লেনদেন এবং এ্যাপস পরিচালনা করে থাকে। পলাতক তারেক রহামান @ তুহিনসহ এই চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে তৎপর রয়েছে সিআইডি। জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, অনলাইন জুয়া 1xBet এর মাধ্যমে এই চক্র প্রতিমাসে গড়ে ২৫ থেকে ৩০ কোটি টাকা লেনদেন করে। অনলাইন জুয়ার লেনদেনের এই টাকার সিংহভাগ দেশের বাইরে পাচার হচ্ছে। দেশের হাজার হাজার লোক অনলাইন জুয়ার সাথে জড়িত হয়ে সর্বস্বান্ত হয়ে যাচ্ছে। 

গ্রেফতারকৃতদের পল্টন মডেল (ডিএমপি) থানার মামলা নং-০১, তারিখ- ০১/০৯/২০২৩ খ্রি.,ধারা- ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ এর ২৩(২)/২৪(২)/২৫(২)/৩০(২)/৩১(২)/৩৫(২) মূলে আদালতে প্রেরণ করা হয়েছে।