logo
আপডেট : ১০ ডিসেম্বর, ২০২৩ ০৯:১২
আজকের ছড়া/কবিতা
কোথাও নিভৃতে
হাদিউল ইসলাম

কোথাও নিভৃতে

হাদিউল ইসলাম

কোথাও নিভৃতে 
বেহালা থেকে সহমর্মিতা বেরুচ্ছে
তাতেই ফুঁপিয়ে কাঁদছে গাঢ় অন্ধকারের রাত  
টুপটাপ বৃষ্টির অসহ্য দাবানলে অনড় মৌনতা
শরীরের ফুলগুলো ম্লান।
বকুল সান্ত্বনা দিতে গিয়ে দেখে-
তার তো ভাষাই নেই...
উপরন্তু জিহ্বাকাটা খনার দীর্ঘশ্বাসের বাতাস
চতুর্দিকে স্থির হয়ে আছে।