logo
আপডেট : ১০ ডিসেম্বর, ২০২৩ ১৭:১১
ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের মানবাধিকার দাফন করে ফেলেছে-ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ
নিজস্ব প্রতিবেদক

ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের মানবাধিকার দাফন করে ফেলেছে-ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ

ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেছেন, অবৈধ ফ্যাসিস্ট আওয়ামী সরকার বাংলাদেশের মানবাধিকার দাফন করে একদলীয় বাকশাল কয়েমেরর পথে হাঁটছে। তারা গুম খুনের রাজত্ব কায়েম করেছে। ঘরে থাকলে গুম আর রাস্তায় বের হলে মানুষ খুন এটা এখন সরকারের নিত্যদিনের রুটিনে পরিণত হয়েছে। ক্ষমতায় টিকে থাকতে এ সরকার হাজারো মায়ের বুক খালি করেছে। হাজারো সন্তানকে এতিম করা হয়েছে। অনেক বোনকে করেছে বিধবা। আইন ও বিচারব্যবস্থা দলীয়করণের বাস্তব প্রমাণ শাহজাহান ওমর। একই মামলায় কেউ নির্বাচনী মাঠে দৌড়ে বেড়ায় আবার কেউ অন্ধকার কারাগারে মানবেতর জীবনযাপন করে। বিরোধী মত দমন ও মানবাধিকার ভূলুণ্ঠিত করে সরকার একতরফা পাতানো নির্বাচনের নামে জাতির সাথে তামাশা শুরু করেকরছে। 

সভাপতির বক্তব্যে মাওলানা ইমতিয়াজ আলম আরও বলেন, বিশ্বব্যাপী আজ মানবাধিকার ভূলুণ্ঠিত।  ফিলিস্তিনের আকাশে আজ লাশের গন্ধ। তথাকথিত মানবাধিকারের ফেরিওয়ালারা আজ নিরব দর্শকের ভূমিকায়। আন্তর্জাতিক যুদ্ধনীতির তোয়াক্কা না করে একতরফাভাবে ফিলিস্তিনের সাধারণ নাগরিকদের হত্যা করছে জারজ ইসরায়েল। ভারতে সংখ্যালঘু মুসলিম হত্যা হচ্ছে অহরহ।

তিনি সরকারকে হুশিয়ার উচ্চারণ করে বলেন, নির্বাচনের নামে সার্কাস খেলা বন্ধ করুন। অবৈধ তফসিল বাতিল করুন। রাজনৈতিক সমঝোতা বাদ দিয়ে পাতানো যে কোনো নির্বাচন দেশের মানুষ প্রতিরোধ গড়ে তুলবে। দলীয় সরকারের অধীনে বাংলাদেশের মাটিতে কোনো নির্বাচন দেশবাসি সহ্য করবে না। অবিলম্বে জাতীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। অবৈধ সংসদ বহাল রেখে জাতিকে ধোকা দেয়ার চেষ্টা করবেন না।

আজ ১০ ডিসেম্বর রবিবার বিকেলে বিশ্ব মানবাধিকার দিবসে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর মহানগর আয়োজিত বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলদের সাথে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। 

এতে আরও উপস্থিত ছিলেন ডা. শহীদুল ইসলাম, মুহাম্মদ মাকসুদুর রহমান, ইউসুফ পিয়াস, আসাদুল্লাহ, মুহাম্মদ মিজানুর রহমান প্রমুখ।