logo
আপডেট : ১১ ডিসেম্বর, ২০২৩ ১০:০৯
আজকের ছড়া/কবিতা
সূর্যমুখী টান
রজব বকশী

সূর্যমুখী টান

রজব বকশী

ওই বিশাল সমুদ্রের উপকূলে এসে
পিঁপড়ে হয়ে যাই
অথচ 
অনুভবের সমুদ্র বুকে নিয়ে 
বাড়ি ফিরতে পারি না। 

ওই পাহাড়ে উঠানামা করি
একটা উদাসীনতা এসে ভর করে
আরোহ ও অবরোহের মধ্যে জীবনের ঢেউ 
উত্থান পতনের অনেক গল্প। 

যোগ বিয়োগ পূরণ ভাগ প্রেম বিচ্ছেদের 
তাপ ও শীতলতা মন ছুঁয়ে যায়। চৈতন্যোদয়ে 
সূর্যমুখী টান সুরের মোহনায় 
প্রস্ফুটিত হৃদয়ের গান।