logo
আপডেট : ১৩ ডিসেম্বর, ২০২৩ ১০:৩৪
নিজের টাকা নাও আর বাড়ি যাও: বাবর আজমকে কেন এই কথা বলেছিলেন ওয়াসিম আক্রাম
হিন্দুস্তান টাইমস বাংলা
নিজস্ব প্রতিবেদক

নিজের টাকা নাও আর বাড়ি যাও: বাবর আজমকে কেন এই কথা বলেছিলেন ওয়াসিম আক্রাম

সম্প্রতি ২০২৩ ওডিআই বিশ্বকাপে পাকিস্তান দলের খারাপ পারফরমেন্সের কারণে পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়কত্ব ছাড়তে হয়েছে বাবর আজমকে। তবে এই সময়ে বাবর আজম নিজেও ব্যাট হাতে তেমন পারফরমেন্স করে পারেননি। আসলে, বিশ্বকাপে পাকিস্তানের পারফরম্যান্স ভালো ছিল না, পাকিস্তানি দল সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছিল। যার পরে বাবর আজমের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। একইসঙ্গে বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের পর অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন বাবর আজম। তবে এখন বাবর আজমকে নিয়ে একটি মজার ঘটনা শেয়ার করেছেন পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার ওয়াসিম আক্রম।

বাবর আজমকে কয়েক বছর আগে একটা কথা বলেছিলেন ওয়াসি আক্রম। যেখানে আক্রম তাঁকে লিগ ক্রিকেটে অধিনায়কত্ব করতে না করেছিলেন। তিনি বাবর আজমকে বলেছিলেন যে, সে যেন খেলোয়াড় হিসাবে টাকা নেয় এবং নিজের খেলা খেলে বাড়ি চলে যান। আক্রম বলেছিলেন, সে যেন রান করে আর বাড়িতে যায় এবং তারপরে পরবর্তী ইভেন্টে যায়। ওয়াসিম আক্রম বোঝাতে চেয়েছিলেন, পাকিস্তানের অধিনায়কত্ব ঠিক আছে, কিন্তু লিগ কোনও কারণ ছাড়াই অতিরিক্ত চাপ নিয়ে থাকে এবং সেই কারণে তাঁকে নেতৃত্ব দিতে না করেন।
ওয়াসিম আক্রম জানান, ‘কয়েক বছর আগের কথা। বাবর আজম পাকিস্তান সুপার লিগে অধিনায়কত্ব করছিলেন, আমি তাঁকে বলেছিলাম যে আপনি একজন বড় খেলোয়াড়, আপনার টাকা নিন, ম্যাচ খেলুন, রান করুন এবং বাড়ি যান।’ তিনি আরও বলেন, ‘পাকিস্তানের অধিনায়ক হওয়া ভিন্ন কথা, তবে লিগ ম্যাচে অধিনায়কত্ব করলে কোনও কারণ ছাড়াই উত্তেজনা বাড়বে।’ আসলে, সেই সময় ওয়াসিম আক্রম পাকিস্তান সুপার লিগের দল করাচি কিংসের সঙ্গে যুক্ত ছিলেন এবং বাবর আজম ছিলেন সেই দলের অধিনায়ক ছিলেন।
বাবর আজমের ক্যারিয়ার কেমন ছিল:
আমরা যদি বাবর আজমের ক্যারিয়ারের দিকে তাকাই, এখন পর্যন্ত এই খেলোয়াড় ৪৯টি টেস্ট ম্যাচ ছাড়াও ১১৭টি ওয়ানডে এবং ১০৪টি টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তানের প্রতিনিধিত্ব করেছেন। বাবর আজম টেস্ট ম্যাচে ৪৭.৭৫ গড়ে ৩৭৭২ রান করেছেন। এই ফর্ম্যাটে বাবর আজমের ৯টি সেঞ্চুরি রয়েছে। যেখানে, বাবর আজম ওয়ানডে ফর্ম্যাটে ৫৬.৭২ গড়ে ৫৭২৯ রান করেছেন। ওয়ানডে ফর্ম্যাটে ১৯ বার সেঞ্চুরি করেছিলেন বাবর আজম। এর বাইরে টি-টোয়েন্টি ফর্ম্যাটে বাবর আজম ১২৮.৪১ স্ট্রাইক রেট এবং ৪১.৪৯ গড়ে ৩৪৮৫ রান করেছেন।