
কাঞ্চন-শ্রীময়ীর সম্পর্ক নিয়ে চর্চা থেমে নেই! নিজেদের সম্পর্ককে সহবাসের নাম দিতে অস্বীকার করেছেন শ্রীময়ী। জানিয়েছেন বন্ধু হিসাবে কাঞ্চনের পাশে রয়েছেন তিনি। জোর গলায় তিনি বলেছেন- ‘একটা মানুষের পাশে থেকেছি, ভালো করেছি।' পিঙ্কি-কাঞ্চনের দাম্পত্যে চিড় ধরার কারণ তিনি নন, স্পষ্ট কথা তাঁর
কাঞ্চনের সঙ্গে শ্রীময়ীর সম্পর্ক নিয়ে এত কাটাছেঁড়া, কিন্তু জানেন কি শ্রীময়ীর ক্রাশ কে? কৃষ্ণকলি খ্যাত অভিনেত্রী অকপটে এবার নিজের ভালোলাগার মানুষের নাম জানালেন। এর আগে তাঁর সঙ্গে কফির কাপে চুমুক দিতে দিতে ছবি পোস্ট করেছেন শ্রীময়ী। তাও আবার সূদূর লন্ডনে! হ্যাঁ, অকপটে যাঁকে ভালোলাগার কথা শ্রীময়ী স্বীকার করে নেন তিনি আর কেউ নন বাঙালির ‘দাদা’ সৌরভ গঙ্গোপাধ্যায়।
এক সাক্ষাৎকারে কাঞ্চন-বান্ধবীকে বলতে শোনা গেল, ‘আমি তো অকপটে বলি আমার সৌরভ গঙ্গোপাধ্যায়কে দারুণ লাগে। একজন বাঙালি এত পুরুষ, কী দারুণ দেখতে! আমি কিন্তু খেলা বুঝি না। তবে ওঁনার পার্সোনালিটিটা ভালো লাগে।’
গত বছর নভেম্বরেই লন্ডনের ক্যাফেতে দাদার সঙ্গে আড্ডার ঝলক শেয়ার করেছিলেন শ্রীময়ী। লিখেছিলেন-‘হঠাৎ দেখা আমার প্রিয় মানুষটার সঙ্গে, কী ভালো মানুষ….’। হ্যাঁ, সৌরভের বিরাট ভক্ত শ্রীময়ী।
কাঞ্চনের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে শ্রীময়ী আনন্দবাজার অনলাইনকে জানান, 'এই বন্ধুত্বটা থাকবে। এই বিশ্বাসটা থাকবে। যে কোনও সম্পর্কে স্বচ্ছতাটা খুব দরকার। ভবিষ্যতে আমি কোনও সম্পর্কে জড়ালে সেটা মেনটেন করব।’
নিজের মন্তব্যের রেশ টেনে শেষে সংযোজন, ‘অফিসিয়্যালি একটা সই করে নিলাম, কিন্তু সম্পর্কে ভালো নেই। প্রতিদিন আমাকে অত্যাচারিত হতে হচ্ছে… কিংবা কিছু পাওয়ার আশায় মিথ্যে সম্পর্কে থাকার থেকে ভালো থাকুন। যে ভাবে মনে হয় ভালো থাকুন। সবসময় যে সম্পর্কের নাম দিতে হবে স্বামী-স্ত্রী, ভাই-বোন…. (সেটা নয়), আমরা বন্ধুত্বের সম্পর্কে খুব ভালো আছি'।
শেষ ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ ধারাবাহিকে দেখা গিয়েছে শ্রীময়ীকে। মানিকের ‘কুচুটে পিসি’র চরিত্রে দেখা মিলেছিল তাঁর। তাঁকে নতুনভাবে পর্দায় দেখার অপেক্ষায় দর্শক।
সূত্র : হিন্দুস্তান টাইমস বাংলা