
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে ভারতকে অল্প রানেই আটকানোর সম্ভাবনা তৈরি করেছিল বাংলাদেশ। কিন্তু চাপের মুহূর্তে দারুণ সঙ্গ দেন লোয়ার অর্ডাররা।
যার ফলে ৬১ রানে ৬ উইকেট হারালেও ১৮৮ রানে অলআউট হয় ভারত। জবাব দিতে নেমে বাজে শুরু পায় বাংলাদেশ। ২১ রানেই ২ উইকেট হারিয়ে ফেলায় তাই কিছুটা চাপে আছে টাইগাররা।
টস জিতে ব্যাট করতে পাঠিয়ে দারুণ বোলিংয়ে প্রতিপক্ষকে চেপে ধরে বাংলাদেশ। দুবাইয়ের আইসিসি একাডেমিতে বল হাতে ইনিংসের শুরুটা দারুণ করেন বোলাররা। দ্বিতীয় বলেই ওপেনার আদর্শ সিংকে ফেরান মারুফ। বাঁহাতি এই পেসার দলীয় ১৩ রানের মধ্যে ফেরান আরশিন কুলকারনি ও অধিনায়ক উদয় সাহারানকেও। মারুফের বেধে দেয়া ছন্দে তাল মিলিয়ে উইকেট তুলে নেন রোহানাত।
এক পর্যায়ে ৬১ রানে ৬ উইকেট হারায় ভারত। এরপর মুশীরের সঙ্গে অভিষেকের ৮৪ রানের জুটিতে বিপর্যয় কাটিয়ে ওঠে ভারত। দুই জনই অর্ধশতক তুলে নেন। সমান ৫০ রান করে মুশীর আউট হলে ভাঙে এই জুটি।
ইনিংস সর্বোচ্চ ৬২ রান করেন অভিষেক। ৪২ ওভার ৪ বল খেলে অল আউট হওয়ার আগে ১৮৮ রান করে ভারত। বাংলাদেশের হয়ে মারুফ ৪১ রানে ৪ এবং শেখ পারভেজ জীবন, রোহানাত ২টি করে উইকেট নেন।
জবাবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৯ ওভারে ২ উইকেট হারিয়ে ৩৪ রান করেছে বাংলাদেশ। আশিকুর রহমান শিবলি ৭ ও আরিফুল ইসলাম ৯ রানে অপরাজিত আছেন। এর জিশান আলম শূন্য ও চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ফেরেন ১৩ রানে।