logo
আপডেট : ১৬ ডিসেম্বর, ২০২৩ ০৮:৫২
আজকের ছড়া/কবিতা
কুয়াশার উঠোনে পদ্মাসেতু
মামুন মোয়াজ্জেম

কুয়াশার উঠোনে পদ্মাসেতু

মামুন মোয়াজ্জেম

হিম বাতাসে কুয়াশার রাত্রি পড়ে আছে
সূর্যোদয়েও বিলম্বে ঘুম ভাঙ্গে যার
অকস্মাৎ অঘোর প্রকৃতি দেখে সম্পদ সম্ভার  
আরাধ্য চিরসবুজ এ বাংলার!

এই তল্লাটে এপার ওপার বন্ধনে
পাঁজরের মতো আষ্টেপৃষ্ঠে ধরে আছে পদ্মা সেতু
অতি নিচে ফেলে দিয়ে জলযানের গৌরব
উপরে খুলেছে সচল প্রবাহের দ্বার-
দুর্ভেদ্য ধোঁয়াওঠা নদীতে সূর্য ফেলছে
এইমাত্র রশ্মির পাইলিং
স্পষ্ট করে দেবে নদীটির নিতম্ব খাঁজ
নদীশাসন যেখানে কংক্রিটের শাড়ির আঁচলে
মুগ্ধতার ভাঁজ তুলে নদীর অপরূপ দেহ বিন্যাসে।

কে কেঁদেছিল এপার ওপার হতে
ভুলে গেছে দু'পারের পাখিরা
উবু হয়ে উত্তুঙ্গ ঢেউ দেখে ভাবে সে কী ছেলেখেলা!

এই তবে ছিলো শত বছরের কান্না ঝরানো দানব
যে পিলারের কাছে অসহায় মাথা টুকে এসে! 


সংযোগ সড়কে অভেদ্য চরের জমি
এখন পোশাকি কন্যা বড়লোকের আদরের নন্দিনী
রোদ উঠলেই খলবল হাসির খই ফোটায়
ধাবমান যন্ত্রযানে-
নিষিদ্ধ নেশার কৌতূহলে বাতাসের সীসা বুকে নিতে
থাকতে চায় না এখন নির্মল বাতাসের সরলা!

বদলে দেবার মতো এই একটি পাঁজর থেকেই
অজস্র স্বপ্নের আলো বর্ণালী রঙে বিচ্ছুরিত
প্রাণপ্রবাহে সরগরম রক্তের সঞ্চার অলক্ষ্যে
জীবন বাস্তবতায় মুছে যাচ্ছে না -মেটা সাধের
অতীতের অসংখ্যবার ঘটা রক্তক্ষরণ 

বিলম্বে ঘুমভাঙা আয়েশী প্রকৃতি
কুয়াশার চোখ কচলিয়ে দেখে
স্থুল স্ফীতদেহী নদীর পাঁজর
চব্বিশ বাই সেভেনে খুলেছে

ব্যস্ত পদ্মার দুয়ার!