logo
আপডেট : ১৬ ডিসেম্বর, ২০২৩ ০৯:২০
ইউরোপে ভিসা নিষেধাজ্ঞা আরোপের আহবান
বিবিসি বাংলা

ইউরোপে ভিসা নিষেধাজ্ঞা আরোপের আহবান

অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতে ভিসা নিষেধাজ্ঞা আরোপের আহ্বান শিরোনাম নয়া দিগন্তের খবরের। বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতে ইউরোপিয়ান পার্লামেন্টের দুই সদস্য ইউরোপিয়ান কমিশনের ভাইস প্রেসিডেন্টকে দেয়া চিঠিতে ইউরোপিয়ান ইউনিয়নকে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন বলে বলা হচ্ছে খবরে।
 
পরিস্থিতির ভয়াবহ বিবেচনা করে মানবাধিকার লঙ্ঘনকারী ও সুষ্ঠু নির্বাচনে বাধাদানকারী ব্যক্তির ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে তারা।
 
দুই সাংসদের চিঠিতে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, জোর করে গুম, মত প্রকাশের স্বাধীনতা এবং শ্রমিকদের অধিকারের বিষয় বিবেচনায় নিয়ে রেজ্যুলুশনে বিরোধী কর্মীদের গণগ্রেফতার এবং বিক্ষোভকারীদের ওপর অতিরিক্ত বলপ্রয়োগের ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
 
এই বিষয়ে সমকালের খবর বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতে জোরালো পদক্ষেপের আহ্বান জানিয়ে ইউরোপিয়ান পার্লামেন্টের দুই সদস্য ইউরোপিয়ান কমিশনের ভাইস প্রেসিডেন্টকে চিঠি দিয়েছেন বলে উঠে এসেছে সমকালের খবরে।
 
খবরে বলা হচ্ছে ইউরোপিয়ান কমিশনের ভাইস প্রেসিডেন্ট জোসেপ বোরেলকে এক চিঠিতে এই আহ্বান জানিয়েছেন পার্লামেন্টের দুই প্রভাবশালী সদস্য।
 
মানবজমিনের খবরের শিরোনাম বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে বোরেলকে দুই এমইপি’র চিঠি। ইউরোপিয়ান পার্লামেন্টের দুই সাংসদ, জার্মানির কার্স্টেন লুক আর সুইডেনের ইলান ডি ব্যাসো বাংলাদেশে বিরোধী দলের ওপর ‘সহিংস দমন-নিপীড়ন’ চলায় তাদের চিঠিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বলে উঠে এসেছে খবরে।
 
খবরে প্রকাশিত হয় যে মি. লুক ও মি. ব্যাসো তাদের চিঠিতে ইইউ এবা (Everything But Arms &ZEBA) পর্যবেক্ষণ মিশনের সাম্প্রতিক রিপোর্টও তুলে ধরেন যাতে বলা হয়, শ্রম এবং মানবাধিকার উভয় ক্ষেত্রেই চ্যালেঞ্জ রয়ে গেছে। মানবাধিকার বিষয়ে মূল এবা কনভেনশনসমূহ মেনে চলার জন্য আরও প্রচেষ্টা প্রয়োজন।
 
এমইপিদের বক্তব্য অনুযায়ী, জানুয়ারির প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচনের ফলাফলের জন্য ইইউ’র নিষ্ক্রিয়ভাবে অপেক্ষা করা উচিত নয়, বরং পূর্বেই স্পষ্টভাবে উদ্বেগ প্রকাশ করতে হবে।
বাংলাদেশে বৈদেশিক ঋণের তুলনায় বৈদেশিক রিজার্ভ সর্বনিম্নে এসে নেমেছে – এই শিরোনামে খবর প্রকাশ করেছে যুগান্তর। খবরে বলা হচ্ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়া ও বৈদেশিক ঋণ বেড়ে যাওয়ার কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে।
 
বিশ্বব্যাংকের এক প্রতিবেদনের বরাত দিয়ে খবরে বলা হচ্ছে যে গত ১২ বছরে যে হারে বৈদেশিক ঋণ বেড়েছে, সেই হারে রিজার্ভ বাড়েনি। বৃহস্পতিবার বিশ্বব্যাংকের ‘ইন্টারন্যাশনাল ডেট রিপোর্ট ২০২৩’ বা বৈশ্বিক ঋণ প্রতিবেদন ২০২৩ প্রকাশিত হওয়ার পর এসব তথ্য সামনে এসেছে।
 
খবরে বলা হচ্ছে বৈদেশিক ঋণের বিপরীতে রিজার্ভের অনুপাত কম থাকলে একটি দেশের ঋণ পরিশোধের সক্ষমতা কমে ও আর্থিক ঝুঁকি বাড়ে। বাংলাদেশের ঋণ পরিশোধের সক্ষমতাও গত সাত বছর ধরে গড়ে কমেছে।
 
তবে আইএমএফের সাম্প্রতিক এক প্রতিবেদনের বরাত দিয়ে বলা হচ্ছে যে ঋণ পরিশোধের ক্ষেত্রে বাংলাদেশে ঝুঁকিতে নেই।
 
আইএমএফ বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল বাংলাদেশকে রিজার্ভের নতুন লক্ষ্যমাত্রা দিয়েছে শিরোনামে খবর দৈনিক প্রথম আলোর। বাংলাদেশের জন্য বরাদ্দ ঋণের তৃতীয় কিস্তি পেতে আইএমএফ’এর নতুন কিছু শর্ত পালন করতে হবে বাংলাদেশকে।
 
খবরে উঠে এসেছে আইএমএফ বাংলাদেশের জন্য প্রাথমিকভাবে যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল তার চেয়ে কম লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সবশেষ প্রতিবেদন অনুযায়ী।। বছরের শুরুতে ডিসেম্বরের জন্য লক্ষ্যমাত্রা ২ হাজার ৬৮০ কোটি ডলার লক্ষ্যমাত্রা থাকলেও নতুন লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে ১ হাজার ৭৭৮ কোটি ডলারে, যা আগের চেয়ে প্রায় ৯০০ কোটি ডলার কম।
 
বাংলাদেশের বর্তমান রিজার্ভের পরিমাণ দেড় হাজার কোটি ডলারের কিছু বেশি। অর্থাৎ লক্ষ্য পূরণে ডিসেম্বরের মধ্যে আরো আড়াইশো কোটি ডলারের বেশি পরিমাণ রিজার্ভ পূরণ করতে হবে তাদের।
 
এই বিষয়ে ইংরেজি দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের খবরের শিরোনাম IMF sets Bangladesh’s net reserve target at 17.78 billion for December.। খবরে বলা হচ্ছে আইএমএফের ঋণের তৃতীয় কিস্তি পেতে ডিসেম্বরে ১৭.৭৮ বিলিয়ন ডলারের পাশাপাশি মার্চের মধ্যে রিজার্ভ ১৯.২৬ বিলিয়ন ডলার করারও শর্ত দিয়েছে আইএমএফ।
 
ডিসেম্বরের লক্ষ্যমাত্রার শর্ত পূরণ করা না গেলেও ঋণের তৃতীয় কিস্তি পাওয়ার জন্য মার্চের লক্ষ্যমাত্রার শর্ত পূরণ করতে হবে বলে বলা হচ্ছে খবরে। অর্থনীতিবিদরা আশঙ্কা প্রকাশ করছেন যে মার্চের মধ্যে এই লক্ষ্য পূরণ কঠিন হতে পারে।
 
এ নিয়ে কালের কণ্ঠের শিরোনাম বাংলাদেশকে তিন পরামর্শ আইএমএফের। খবরে বলা হচ্ছে অর্থনৈতিক খাতে সংস্কার আনার উদ্দেশ্যে কর রাজস্ব বৃদ্ধি, কম গুরুত্বপূর্ণ খাতে ব্যয় কমানো ও মূল্যস্ফীতি কমানোর পরামর্শ দিয়েছে আইএমএফ।
 
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন বাতিল হওয়াদের আপিলের শেষ দিন ছিল গতকাল। এই বিষয়টি ঘিরে দ্য ডেইলি স্টারের খবরের শিরোনাম 280 aspirants win back candidacy.। খবরে বলা হচ্ছে মনোনয়ন বাতিল হওয়ার পর আপিল পর্যায়ে প্রার্থিতা ফিরে পেয়েছেন ২৮০ জন।
 
ডেইলি স্টারের খবরে উঠে এসেছে যে প্রার্থিতা ফিরে পাওয়াদের অধিকাংশই স্বতন্ত্র প্রার্থী। এর মধ্যে ৫ জন প্রার্থী আপিল করার পরও প্রার্থিতা ফিরে পাননি, যাদের মধ্যে তিনজন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী।
 
অন্যদিকে নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও সংসদের বিরোধী দল জাতীয় পার্টির জোটে আসন ভাগাভাগি কেমন হবে, তা নিয়ে গত কয়েকদিন ধরেই চলছে নানা জল্পনা। এই বিষয়কে ঘিরে ইত্তেফাকের খবরের শিরোনাম আসন নিয়ে রফা জানা যাবে আজ।
 
বিভিন্ন সূত্রের বরাত দিয়ে প্রতিবেদক এই খবরে বলছেন যে জাতীয় পার্টি শুরুতে আওয়ামী লীগের কাছে ৬০ থেকে ৭০টি আসন চেয়েছিল। পরে কয়েক দফা বৈঠকের পর সেই দাবি নামে ৩৫ থেকে ৪০ এর মধ্যে।
 
তবে গতকাল হওয়া এক বৈঠকে আওয়ামী লীগ শুরুতে ১৮টি আসনে ছাড় দিতে রাজি হয়, পরে এই দাঁড়ায় ২২ এ।
 
আওয়ামী লীগ-জাতীয় পার্টির আসন ভাগাভাগির বিষয়ে প্রথম আলোর শিরোনাম লাঙ্গলের বিপরীতে নৌকা থাকবে না ২৬ আসনে। সূত্রের বরাত দিয়ে এই খবরে বলা হচ্ছে ২৬টি আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টির ভোটের সমঝোতা হয়েছে।
 
একই বিষয়ে কালের কণ্ঠের খবরের শিরোনাম ২৬ থেকে ৪০ আসন নিয়ে ঘুরপাক খাচ্ছে আলোচনা। খবরে উঠে এসেছে দুই দলই নিজ নিজ দাবিতে অনড় থাকায় গতকাল তাদের বৈঠক অমীমাংসিত অবস্থায় শেষ হয়েছে।
 
 
বিএনপি’র আন্দোলনকে কেন্দ্র করে ইংরেজি দৈনিক নিউ এজের খবর New movement planned.। খবরে ধারনা দেয়া হয়েছে যে সোমবার থেকে বিএনপি ও তাদের সমমনা দলগুলো সোমবার থেকে নতুন কর্মসূচি ঘোষণা করতে পারে।
 
নাম প্রকাশ না করে কয়কেজন বিএনপি নেতার বরাত দিয়ে খবরে বলা হচ্ছে যে নির্বাচন কমিশন ঘোষিত প্রচারণা শুরুর দিন থেকেই নতুন করে সরকার পতন ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনে নামতে চায় বিএনপি ও তাদের সমমনা দলগুলো।
 
জামায়াতে ইসলামীর সাথে জোটবদ্ধ হয়ে আন্দোলন করা হবে কিনা, সে বিষয়েও সম্প্রতি বিএনপির স্ট্যান্ডিং কমিটির বৈঠকে আলোচনা হয়েছে বলে বলা হচ্ছে খবরে।
 
বিএনপির কর্মসূচি নিয়ে ইত্তেফাকের রিপোর্টের শিরোনাম দেড় মাস পর নয়াপল্টনে কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বিজয় দিবস উপলক্ষে ১৬ই ডিসেম্বর দুপুর একটায় বিএনপি তাদের পল্টন কার্যালয়ের সামনে থেকে একটি র‍্যালি আয়োজনের ঘোষণা দিয়েছে।
 
বিএনপির র‍্যালির খবর নয়া দিগন্ত প্রকাশ করেছে রাজধানীতে আজ বিজয় র‍্যালির কর্মসূচি দিয়েছে বিএনপি শিরোনামে। এই খবরে উঠে এসেছে যে গত মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশকে এই র‍্যালির বিষয়ে অবহিত করা হলেও এখন পর্যন্ত পুলিশ বিএনপিকে র‍্যালি করার বিষয়ে হ্যাঁ বা না কিছুই জানায়নি।