কীভাবে শেষ হবে আমাদের পৃথিবী? এই নিয়ে কৌতুহলের অন্ত নেই। বিজ্ঞানীরাও মাথার ঘাম পায়ে ফেলে এই নিয়ে গবেষণা চালাচ্ছেন। এবার তেমনই চার সম্ভাবনার কথা জানা গেল বিশেষজ্ঞদের মুখে।
মানুষের মতো পৃথিবীরও মরণ রয়েছে। কিন্তু কীভাবে মরবে আমাদের পৃথিবী? এই কৌতুহলই এবার নিরসন করলেন বিশেষজ্ঞরা। চারটি সম্ভাবনার কথা উঠে এল তাদের কথায়। বিজ্ঞানীদের আশঙ্কা এভাবেই নাকি পৃথিবীর শেষ দিন ঘনিয়ে আসতে চলেছে।
ফুটবে মহাসাগরের জল: যেভাবে উষ্ণতা বাড়ছে, তাতে আশঙ্কিত বিজ্ঞানীরা। তাই মনে করা হচ্ছে, এমন দিন আসতে পারে। মহাসাগরের জল তখন ফুটতে আরম্ভ করবে। গ্রিন হাউস গ্য়াসের জন্যই ধ্বংস হয়ে যাবে পৃথিবী।
বিশাল উল্কাপাত: উল্কাপাতের আঘাত হানার আশঙ্কা মাঝে মাঝেই বিজ্ঞানীরা করেন। বিশাল আকারের উল্কাও পৃথিবীর ধ্বংসের কারণ হতে পারে। উল্কার আঘাতে পৃথিবী নিশ্চিহ্ন হয়ে যেতে পারে বলে আশঙ্কা করে বিজ্ঞানীদের একাংশ।
সূর্যের সঙ্গে মিশে যাবে: ফোর্বস ও বিবিসি সায়েন্স পৃথিবীর অন্তিম পরিনতি নিয়ে একটি রিপোর্ট দিয়েছে। তাতে বলা হয়েছে সূর্যের সঙ্গে মিশে যাওয়ার কথা। বিজ্ঞানীদের কথায়, সূর্য একটা ব্ল্যাক হোলের আকার নিতে পারে। তখনই তাতে মিশে যাবে আমাদের বাসগ্রহ।
মৃত গ্রহ: নিশ্চিহ্ন হবে না। কিন্তু প্রাণের চিহ্নও আর থাকবে না পৃথিবীতে। এর বড় কারণ সূর্যের আকার বাড়তে থাকবে একসময়। ভিতরের হাইড্রোজেন জ্বালানি শেষ হয়ে গেলে সেটা লাল ও আরও বড় হয়ে যাবে। তখন পৃথিবী দূরে সরে যাবে সূর্য থেকে। প্রাণ একেবারেই মুছে যাবে তখন।
সূত্র : হিন্দুস্তান টাইমস বাংলা