ভালো আছি বলতে দ্বিধা নেই
মন খারাপের শহরে ক’জনই বা ভালো আছে
শুনেছি অপ্রেমের পাড়ায় প্রেমের মন খারাপ
মতের দোষে পথের মন খারাপ
পৃথিবীর বুক জুড়ে কেবল মন খারাপের ঝড়
তবুও এই যে ভালো আছি বলতে দ্বিধা নেই
ইদানীং নিয়মমাফিক ঠাণ্ডা জল মাথায় ঢালি
কোথাও গেলে প্রেসারের ঔষধ নিতে ভুলি না
ভুল করেও ভুলি না কালো সানগ্লাসের উপকারিতা
এই যে ভালো আছি বলতে দ্বিধা নেই
অবসরে মুগ্ধ নয়নে আকাশ দেখি জোছনা মাখি
একেক করে তারা গুনি নিজের সাথে কথা বলি
দুপায়ে ভোরের শিশির মাড়িয়ে গুনগুনিয়ে একলা হাঁটি
পেট ভরে হাওয়া খাই জড়তা ঝেড়ে গান গাই
ইদানীং স্মৃতির জানলায় চোখ রাখি না
কাক কোকিলের তফাৎ বোঝার ধ্যান করি না
ফেরার পথে কুকুর ডাকলে কান পাতি না
বাঁচাও বাঁচাও ডাক শুনিয়াও দ্বার খুলি না
ইচ্ছে হলেই সমুদ্রে যাই চেয়ে থাকি
অনেক কথাই ঢেউয়ের মত গিলে ফেলি
পত্রিকাতে চোখ রাখি না বাজারের ব্যাগ ছুঁয়েও দেখি না
অধিকারের দাবি নিয়ে রোজ সকালে ঘর ছাড়ি না
ইদানিং মন খারাপের পূর্বাভাস পেলেই
চোখ খুলে ফেলে রাখি টেবিলের উপর
কণ্ঠনালি লুকিয়ে রাখি বগলের নীচে
আর দু'কানে আঙুল দিয়ে খিল মেরে বসে থাকি
ভালো আছি বলতে দ্বিধা নেই
আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি...