logo
আপডেট : ২০ ডিসেম্বর, ২০২৩ ১৮:৩৬
ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জােট
নাফিজ ইসলাম

ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জােট

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ মানুষকে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জােট। আজ বুধবার সকাল সাড়ে ১১ টায়  ঢাকা রিপোটার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে এক সংবাদ সম্মেলন করে এ আহ্বান জানানো হয়। 

সাংবাদিক সম্মেলনে সভাপতিত্ব করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি লেখক-গবেষক গোলাম কুদ্দুছ, বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আবৃত্তিশিল্পী আহ্কাম উল্লাহ্ ও পথনাটক পরিষদের সভাপতি নাট্যজন মিজানুর রহমান। লিখিত বক্তব্য পাঠ করেন জোট সভাপতি লেখক-গবেষক গোলাম কুদ্দুছ এসময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সাধারণ নাট্যজন আহম্মেদ গিয়াস, বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সংস্কৃতিজন মানজার চৌধুরী সুইট, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য আবৃত্তিশিল্পী রেজীনা ওয়ালী লীনা ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাংগঠনিক সম্পাদক আবৃত্তিশিল্পী আজহারুল হক আজাদ।
সংবাদ সম্মেলনে বলা হয়, আমরা সংবিধান ও গণতন্ত্র রক্ষার জন্য চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। আমরা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সকল জেলা, উপজেলা কমিটি এবং দেশের সকল সংস্কৃতিকর্মীকে এই নির্বাচনকে সফল, শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করার জন্য জনসম্পৃক্ততা বৃদ্ধির প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান
জানাই। মনে রাখতে হবে, স্বাধীন বাংলাদেশের মূল ভিত্তি হলো আমাদের ঐতিহ্যপূর্ণ সংস্কৃতি। আগামী নির্বাচনে গণতন্ত্র, মুক্তিযুদ্ধের চেতনা এবং সংস্কৃতিবিরোধী অপশক্তিকে পরাভূত করার লক্ষে গণজাগরণ সৃষ্টি করে ব্যাপক ভোটারের উপ¯ি’তি নিশ্চিত করা আমাদের দায়িত্ব। আদর্শের ক্ষেত্রে আমরা নিরপেক্ষ নই। আমাদের আদর্শ মুক্তিযুদ্ধ, আমাদের আদর্শ ৩০ লক্ষ শহীদের স্বপ্ন। এই আদর্শ বাস্তবায়নের জন্য মুক্তিযুদ্ধের
সপক্ষ শক্তিকে বিজয়ী করাকে এই মুহূর্তে আমাদের করণীয় বলে মনে করি। তাই সবার প্রতি আহ্বান ভােট দিতে কেন্দ্রে যাবো, আমার ভোট আমি দেবাে।