বলিউড বাদশা শাহরুখ খান অভিনীত ডানকি' ছবিটি আজ বৃহস্পতিবার ভারতসহ পৃথিবীর বিভিন্ন দেশে মুক্তি পাচ্ছে। বুধবার ছবিটির সেন্সর অনুমোদন পেয়েছে। আগামীকাল শুক্রবার বাংলাদেশে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা।
‘ডানকি’ ছবিটি পরিচালনা করেছেন জনপ্রিয় পরিচালক রাজকুমার হিরানি। তাঁর সিনেমা মানেই তো কমেডির রাংতায় মোড়া আবেগভরা কাহিনি। তাঁর সিনেমার পরতে পরতে লুকিয়ে থাকে সামাজিক বার্তা। বলিউডের এই খ্যাতনামা পরিচালকের বহুদিনের ইচ্ছা ছিল শাহরুখের সঙ্গে কাজ করার। শোনা যায়, ‘মুন্না ভাই এমবিবিএস’ ছবিতে ‘মুন্না ভাই’ চরিত্রের জন্য তিনি প্রথমে কিং খানকেই ভেবেছিলেন। কিন্তু এই বলিউড সুপারস্টার না করায় সঞ্জয় দত্তের ভাগ্যে শিকে ছিঁড়েছিল। অবশেষে ‘ডানকি’র মাধ্যমে রাজকুমারের সেই ইচ্ছা এবার পূরণ হলো।
এ বছর শাহরুখের ‘পাঠান’ আর ‘জওয়ান’ বক্স অফিসে দাপট দেখিয়েছে। শুধু তা-ই নয়, অনেকের মতে, কিং খানের ‘ডুবন্ত’ ক্যারিয়ারকে দারুণভাবে রক্ষা করেছে ছবি দুটি।
এই দুই ছবিতে তাঁকে রোমান্স কম, অ্যাকশন করতে বেশি দেখা গেছে। রোমান্টিক নায়কের ইমেজের বাইরে নিজেকে অ্যাকশন হিরো হিসেবে প্রতিষ্ঠা করেছেন বলিউডের বাদশা। অবশ্য এবার ‘ডানকি’ ছবিতে হয়তো সেই চেনা শাহরুখকেই খুঁজে পাবেন তাঁর অনুরাগীরা।