বিএনপি’র ডাকা হরতাল অবরোধে ট্রেনে আগুন জ্বালিয়ে নাশকতাকে কেন্দ্র করে রাজধানীর কমলাপুর রেলস্টেশন এলাকাসহ দায়িত্বপূর্ণ এলাকায় জনগণের জানমাল রক্ষায় বিশেষ নিরাপত্তা জোরদার করেছে র্যাব-৩।
ধারাবাহিকতায় সম্প্রতি রাজধানী র্যাব-৩ এর দায়িত্বপূর্ণ এলাকায় গত ২৮ অক্টোবর হতে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে ধারাবহিকভাবে আহুত হরতাল ও অবরোধের নামে সাধারণ মানুষের উপর বোমা হামলা, গাড়িতে অগ্নি সংযোগ, পেট্রোল বোমা ও ট্রেনে বিভিন্ন নাশকতামূলক কর্মকান্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে কার্যক্রম অব্যহত রেখেছে। এতে করে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা হুমকির সম্মুখীন হচ্ছে। ইতিমধ্যে ঢাকার তেজগাঁও এলাকায় মোহনগঞ্জ এক্সপ্রেস, টাঙ্গাইলে কমিউটার ট্রেনে, মৌলভীবাজারে পারাবত ট্রেনে, ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায় ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে আগুন জ্বালিয়ে দেশের জনসাধারনের নিরাপত্তা বিঘ্নিত করে নাশকতা করার অপচেষ্টা চলছে। উক্ত নাশকতাকে কেন্দ্র করে জনগণের জানমাল রক্ষার্থে র্যাব-৩ কমলাপুর রেলস্টেশন এলাকায় কঠোরভাবে নিরাপত্তা জোরদার করেছে। দুষ্কৃতিকারীরা কোন অবস্থাতেই যেন কমলাপুর রেলস্টেশন এলাকায় অবস্থান করতে না পারে তার জন্য র্যাব-৩ সার্বক্ষণিক টহল প্রদানের মাধ্যমে নিরাপত্তা প্রদান করছে। ইতিমধ্যে র্যাবের বিভিন্ন গোয়েন্দার মাধ্যমে ট্রেনে আগুন জ্বালিয়ে নাশকতাকারীদের উপর কঠিন নজরদারী রাখা হচ্ছ। এছাড়াও যে কোন ধরনের নাশকতামূলক কর্মকান্ড দমন ও আইন শৃঙ্খলার স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখতে র্যাব-৩ বদ্ধপরিকর। সার্বিক নিরাপত্তা জোরদারকরণের লক্ষ্যে র্যাব-৩ এর আওতাধীন এলাকায় একাধিক পেট্রোলের সমন্বয়ে রোবাস্ট পেট্রোল পরিচালিত হচ্ছে। এছাড়াও গুরুত্বপূর্ণ পয়েন্টে বিশেষ নিরাপত্তা পেট্রোল প্রস্তুুত রাখা হয়েছে। এছাড়াও সাবির্ক নিরাপত্তা নিশ্চিতে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে।