logo
আপডেট : ২২ ডিসেম্বর, ২০২৩ ১১:০৬
রিপোর্টারের ডায়রি
সাপের সঙ্গে শুটিং করতে গিয়ে চিৎকার করেন ডলি জহুর
ওমর ফারুক

সাপের সঙ্গে শুটিং করতে গিয়ে চিৎকার করেন ডলি জহুর

ঘটনাটা ২০০২ সালের দিকের। একটি সিনেমায় অভিনয় করছিলেন জনপ্রিয় অভিনেত্রী ডলি জহুর। এফডিসির কড়ই তলায় দিনের বেলা শুটিং হচ্ছিল ছবিটির। সংবাদ সংগ্রহে সেখানে গিয়েছিলাম আমি। গিয়ে দেখি ডলি জহুর একটি মোড়ায় বসে আছেন। চারদিকে অনেক মানুষ। আর এক সাপুড়ে খাচা থেকে সাপ বের করছেন আর সাপকে ফণা তুলার চেষ্টা করছেন। সিনেমার দৃশ্য ফণা তুলা সাপটির মাথায় হাত বুলাতে হবে ডলি জহুরকে। কারণ কাহিনীতে তার এক সন্তান সাপ হয়ে গেছে। তাকে আদর করতে হবে ডলি জহুরকে।

কিন্তু সমস্যা বাধলো তখনই সাপুড়ে সাপকে যখন ডলি জহুরের কাছে পাঠালেন অমনি ডলি জহুর মাথায় হাত বুলাবেনতো দূরের কথা ভয়ে চিৎকার করে সরে গেলেন। এ দফায় ভেস্তে যায় সাপুরে, ক্যামেরাম্যান, পরিচালকসহ সবার কষ্ট। 
ডলি জহুরের চিৎকার হয়তো বুঝতে পারছিল সাপটি। সে দ্রুত এলাকা ছেড়ে পালাচ্ছিল। তখন পেছন পেছন দৌঁড়ে গিয়ে সাপুড়ে তার সাপটিকে খাচা বন্দি করেন।  ৭/৮ বারের চেষ্টায় দৃশ্যটি সম্পন্ন করতে পেরেছিলেন পরিচালক। তখন ডলি জহুর উপস্থিত লোকজনের উদ্দেশ্য বলছিলেন- এমনিতেই আমি সাপ ভয় পাই। এর মধ্যে তার মাথায় হাত দিতে হবে। এ আমার জন্য অনেক কষ্টের।