logo
আপডেট : ২৩ ডিসেম্বর, ২০২৩ ০৬:২৬
আজকের ছড়া/কবিতা
তৃষ্ণার্ত নদী
বেলায়েত হোসেন

তৃষ্ণার্ত নদী

বেলায়েত হোসেন

আরাধনার ফল্গুধারায় নিজেকে বিলিয়ে
দয়িতের বিচরণ খুঁজি 
তৃষ্ণার্ত নদী যেমন মিলন কামনায় বয়ে চলে 
অবিরত ক্লান্তিহীন মোহনার খোঁজে।

দিগন্তের সীমানা ছুঁয়ে আকাশ তার বিশালতা হারিয়ে মাটির স্পর্শ কুড়ায়, 
দূর থেকে হৃদয়ের মমতা মাখা গন্ধ শুঁকি 
নিরজনে আপন মনে 

নীলাঞ্জনার বুকে সাদা মেঘেরা অবাধে ঘুরে আলিঙ্গনের বার্তা নিয়ে
যৌবনবতী জোছনা লজ্জায় মুখ ঢাকে-
ঘোমটা সরিয়ে হাসে।

আধো জোছনার লুকোচুরি খেলার মগ্ন রসে 
শুষ্ক মরুর দ্বীপে ঢেউ জাগে প্রেমের
হৃদয়ের বিস্তৃত আদিগন্ত মাঠে কামিনীর দল
আনন্দ উৎসবে মাতে...