আপডেট : ২৪ ডিসেম্বর, ২০২৩ ০৮:৫৩
আজকের ছড়া/কবিতা
প্রিয়তমা
কাজী রাসেল
জানো,প্রিয়তমা
তুমি হারিয়ে যাওয়ার পর
চোখের জল বয়ে বয়ে শুকনো নদী ভরাট হলো।
অথচ তোমার সন্ধান হলো না!
তোমার পছন্দের আলতা, রেশমি চুড়ি
সুরমা নদীতে পাঠিয়েছি।
যোগাযোগ বিচ্ছিন্ন
মাঝিও ফিরে আসেনি!
তোমার গন্তব্য পথভ্রষ্ট হয়েছে।
বহুদিন ধরে আঁকাআঁকি করি না
তোমার কথা খুব বেশি মনে হচ্ছে-
রংপেন্সিল
হার্ডবোর্ড
পেপার নিয়ে বসলাম।
তোমাকে
আঁকতে আঁকতে আঁকা হলো
তোমার ঠোঁট
রেশমি চুড়ি,
শাড়ি
ব্লাউজ
ব্লাউজ কালার টিপ
ঝুমকা কানের দুল
এলোমেলো চুল এই প্রথম কাউকে
নিখুঁত ভাবে এঁকেছিলাম।
আর তোমার
অভিমানের সেলাই করা হৃদয়
ভুল করেও আমার কথা মনে হয় না।
জানি সব জানি...