logo
আপডেট : ২৫ ডিসেম্বর, ২০২৩ ০৯:৩০
আজকের ছড়া/কবিতা
পরাজিত জীবনের খবর কেউ রাখে না
ফারুক জাহাঙ্গীর

পরাজিত জীবনের খবর কেউ রাখে না

ঢেউয়ে ঢেউয়ে সয়লাব বেনারসি বুক  
হয় যদি জানাজানি 
লাগে মনে ভয়-কখন কি জানি কি হয় !   

নীল চাঁদোয়ায় খিলখিলিয়ে স্বপ্ন হাসে  
ফেরারি বসন্ত বিভাস     
ভালোবাসা হয়ে আসে শিশির ত্রাসে।     

বেলা-অবেলায় নিষ্ফলা কোনো মরুনদী 
উত্তাল হয় ফের  
সীমানা ছেড়ে ওঠে যায় অসীম শূন্যতায়।  

সুতীব্র কামনার জল বুঝিবা গড়িয়ে পড়ে  
অমল সবল দুর্বাঘাসে     
অবুঝ মনটা তাইতো কৃত্রিম সবুজে হাসে।    

এক হৃদয় বুঝে অতৃপ্ত হৃদয়ের ক্লান্ত বেদন     
বুঝে না তপোবন    
এই অবেলায় তটিনীর বুকে কতোটা ক্ষরণ !  
 
ঢেউয়ের পরে ঢেউ আছড়ে পড়ে শুষ্ক বালুচরে    
ফেউ নয় ওসব
তাও চুষে নেয় সুখে তটিনীর ডিজিটাল বুক । 

দারুণ দক্ষতায় সামলে নেয় হিসেবী তিলোত্তমা 
কেউবা পারে না  
বেহিসেবের বালুচরে বুঝিবা আটকে যায় নাও।   

অতঃপর জীবন ঠেকে যায় অদৃশ্য ডুবোচরে
জীবন অপরাজেয় নয়
পরাজিত এ জীবনের খবর কেউতো রাখে না।