
একজন আমায় বললো -
তার নাকি জীবনের সঞ্চয়
একমাত্র কান্না!
আমি বলি তা কেনো বলছো হে!
তারপরও তো তোমার
একটা জীবন আছে,
সেই জীবনে নদীর মতো
ভাঙাগড়ার খেলা আছে,
ফুলের মতো সৌরভ ছড়ানো
কিছু দিনের ঝলমলে স্মৃতি আছে
অথবা হেমন্তের শেষে ঝরে পড়া
হলুদ পাতার মতো কিছু কষ্ট আছে !
ভুল করে ফুল কুড়ানো
বকুলগন্ধ দিনের পাগলা হাওয়ায়
বাবরিছাঁটা চুল উড়িয়ে দুরন্ত শৈশব
পেরিয়ে টগবগে যৌবনে এসে হয়তো
কোনো এক হৃদয়হীনার প্রেমে পড়ে
জীবনটাই নষ্ট হবার কষ্ট আছে!
এখন সেসব ভুলে নতুন করে
বাঁচতে হবে আরও কিছুদিন!
যেভাবে কোনো পাথরের ফাঁক হতে
হঠাৎ করে সবুজ পাতারা বেরিয়ে
এসে জানান দেয় নতুন জীবনের ,
তেমনি করেই বাঁচতে হবে
সকল প্রতিকূলতাকে
তুড়ি মেরে উড়িয়ে দিয়ে,
উড়তে হবে
পাখির মতো পাখনা মেলে!