logo
আপডেট : ২৮ ডিসেম্বর, ২০২৩ ১০:২৭
আজকের ছড়া/কবিতা
তোমার জন্য গাঁথা
চন্দনকৃষ্ণ পাল

তোমার জন্য গাঁথা

চন্দনকৃষ্ণ পাল

ভেসে যাওয়ার কথা ছিলো বুঝি ?
ভ্রুতে কোন কুঞ্চন দেখিনি,
বিষণ্ণতা মাঝে মাঝে ছুঁয়ে যেতো পবিত্র আকাশ
তারপরও জলপদ্ম হাসতো জলেতে ।

কি যে হলো,
প্রথর সূর্য এসে শুষে নিলো সব কোমলতা ।

কৈশোর কবে পেরিয়েছো,
স্মৃতিতে অজস্র জল বিন্দু -
জমে জমে বহতা সুরমা
 
সুরমা পায়ের মেয়ে শরশয্যায়
শুয়ে আছো তুমি ।