২০২৩ সালে বিয়ে করেছেন বেশ কজন বলিউড তারকা। সাধারণ মানুষের এসব তারকাদের বিয়েকে ঘিরে ছিল প্রবল আগ্রহ। তাদের মধ্যে আছেন আথিয়া শেঠি- কে এল রাহুল। রাঘব চাড্ডা-পরিণীতি চোপড়া, স্বরা ভাস্কর-ফাহাদ আহমেদসহ আরো অনেকেই।
আথিয়া শেঠি-কে এল রাহুল
বছরের শুরুতেই সাত পাকে বাঁধা পড়েছিলেন সুনীল শেঠির কন্যা আথিয়া শেঠি। গত ২৩ জানুয়ারি এই বলিউড নায়িকা তাঁর দীর্ঘদিনের প্রেমিক ক্রিকেটার কে এল রাহুলকে বিয়ে করেন। এই তারকা জুটির বিয়ের আয়োজন করা হয়েছিল সুনীল শেঠির খান্ডালার খামারবাড়িতে। দক্ষিণি রীতি অনুযায়ী আথিয়া ও রাহুল বিয়ে করেন।
ভারতীয় ক্রিকেটার লোকেশ রাহুলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন অভিনেত্রী আথিয়া শেঠি
ভারতীয় ক্রিকেটার লোকেশ রাহুলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন অভিনেত্রী আথিয়া শেঠিফেসবুক
সিদ্ধার্থ মালহোত্রা-কিয়ারা আদভানি
পর্দার জুটি এখন বাস্তবের জুটি হয়ে সুখে ঘরকন্না করছেন। গত ৭ ফেব্রুয়ারি সাত পাকে বাঁধা পড়েন বলিউডের দুই তারকা সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। এই তারকা জুটির বিয়েকে ঘিরে সাধারণ মানুষ থেকে সংবাদমাধ্যমের প্রবল কৌতূহল ছিল। জয়সলমীরের সূর্যগঢ় প্যালেসে এই তারকা দম্পতি রাজকীয়ভাবে বিয়ে করেন। বিয়ের দিন কিয়ারার পরনে ছিল মণীশ মালহোত্রার ডিজাইন করা লেহেঙ্গা। এই বলিউড যুগলের বিয়ের আসর শহীদ কাপুর, মীরা রাজপুত, করণ জোহর, জুহি চাওলাসহ অনেক তারকার দ্যুতিতে ঝলমলিয়ে উঠেছিল।
সাত পাকে বাঁধা পড়লেন বলিউডের আলোচিত জুটি সিদ্ধার্থ মালহোত্রা আর কিয়ারা আদভানি
সাত পাকে বাঁধা পড়লেন বলিউডের আলোচিত জুটি সিদ্ধার্থ মালহোত্রা আর কিয়ারা আদভানিছবি: সংগৃহীত
রাঘব চাড্ডা-পরিণীতি চোপড়া
চলতি বছরের অন্যতম আলোচিত ঘটনা বলা যায় বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডার বিয়েকে। রাঘব চাড্ডা হলেন আম আদমি পার্টির সংসদ সদস্য। আর তাই তাঁদের বিয়েতে গ্ল্যামার–জগতের বাইরে রাজনৈতিক দলের অনেককে দেখা গিয়েছিল। ২৪ সেপ্টেম্বর উদয়পুরের দ্য লীলা প্যালেসে কড়া সুরক্ষাব্যবস্থার মধ্যে তাঁদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। পাঞ্জাবি রীতি মেনে রাঘব আর পরিণীতি গাঁটছড়া বেঁধেছিলেন। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, ক্রিকেটার হরভজন সিং, টেনিস খেলোয়াড় সানিয়া মির্জাসহ বিটাউনের অনেকে এই বিয়ের আসরে উপস্থিত ছিলেন।
অভিনেত্রী স্বরা ভাস্কর আর সমাজবাদী পার্টির নেতা ফাহাদ আহমেদের বিয়ের খবর অনেককেই চমকে দিয়েছিল। তবে তাঁরা তাঁদের বিয়েতে সেভাবে আড়ম্বর করেননি। গত ১৬ ফেব্রুয়ারি স্বরা আর ফাহাদ আদালতে বিয়ে করেছিলেন। পরে অবশ্য এক বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করেছিলেন তাঁরা। এই দম্পতির কন্যাসন্তান রাবিয়ার বয়স প্রায় তিন মাস।
রণদীপ হুদা-লিন ল্যাশরাম
মণিপুরি কন্যা লিন ল্যাশরামের সঙ্গে মাত্র কয়েক দিন আগেই সাত পাকে বাঁধা পড়েছেন বলিউড অভিনেতা রণদীপ হুদা। ২৯ নভেম্বর মণিপুরের ইম্ফলে তাঁরা সাবেকিভাবে বিয়ে করেন। বিয়ের রাতে তাঁদের পরনে ছিল মণিপুরি বিয়ের সাজপোশাক। মুম্বাইয়ে রণদীপ এক জমকালো নৈশভোজের আয়োজন করেছিলেন।
আরবাজ খান-শুরা খান
বছরের শেষ প্রান্তে সানাই বেজেছিল বলিউডের খান খানদানে। বলিউড অভিনেতা তথা প্রযোজক আরবাজ খান বিয়ে করেছেন শুরা খানকে। ২৪ ডিসেম্বর ৫৬ বছর বয়সী এই অভিনেতা বিয়ে করেন বলিউডের তারকা প্রসাধনশিল্পী শুরা খানকে। অভিনেত্রী রাভিনা ট্যান্ডনের ব্যক্তিগত প্রসাধনশিল্পী হলেন শুরা। আরবাজের এটি দ্বিতীয় বিয়ে। এর আগে তিনি অভিনেত্রী মালাইকা অরোরাকে বিয়ে করেছিলেন। তাঁদের ১৯ বছরের দাম্পত্য সম্পর্ক ২০১৭ সালে শেষ হয়ে যায়।