logo
আপডেট : ২৯ ডিসেম্বর, ২০২৩ ১০:২৫
আজকের ছড়া/কবিতা
অপ্রকাশিত সৌন্দর্য
সাজিয়া আফরিন

অপ্রকাশিত সৌন্দর্য

সাজিয়া আফরিন

কেউ আমাকে নিয়ে কোন কবিতা লিখে না
আমি কারো গল্পের নায়িকা হয়ে উঠি না।
কারো স্বপ্নে আমি থাকি না।
আমি কোনো স্বপ্নকন‍্যা হতে পারি না।
 
আমার সৌন্দর্যে মাদকতা নেই।
চোখের গভীরতা নেই।
কেউ গেয়ে উঠে না-
'কাজল কালো ঐ দুটি চোখ
ও চোখে যাদু আছে।'
 
অথবা হাসিতে মুক্তও ঝরে না।
কোনো গীতিকার তাই লেখে যায় না-
'ভীরু দুটি রাঙা ঠোটে পূর্নিমা চাঁদ উঠে
হাসলেই ঝরে পড়ে জোছনা।'
 
মেঘের মত ঘন কালোচুলের
দেখা মিলে না আমার।
তাইতো সেখানেও আমায় কেউ
খুঁজে বলে না-
'ঐ কালো কেশ তুমি ছড়ালে যখন
মেঘেরাও পেলো বুঝি লজ্জা।'
 
আমার প্রেমে কেউ হাবুডুবু খেয়ে বলে না-
'যদি সব সাগরের জল কালি হত
যদি পৃথিবীর সব গাছ লেখনি হত
আর সারাটি জীবন যদি লিখে যেতাম
তবুও তোমার আমার প্রেমের কথা 
লিখা শেষ হত না।'
 
অথবা আমায় না পেয়ে 
কেউ মজনুও হয় না।
আর তাই তো কেউ বলেও না-
'হাজার মনের কাছে প্রশ্ন করে
একটি কথাই শুধু জেনেছি আমি
পৃথিবীতে প্রেম বলে কিছু নেই, কিছু নেই।'
 
আমার বিরহে আকুল হয়ে 
কেউ গায় না-
'হায় বরষা এমন ফাগুন কেড়ে নিও না।
আমার প্রিয়ার চোখে জল এলো না।
মধুর স্বপন ভেঙে দিও না।'
 
আমার নামেও আছে সীমাবদ্ধতা
আদিখ‍্যেতা দেখানোর মত কোনো পূর্ণতা
সেখানে অনুপস্থিত। আর তাই
এভাবে নামের বাড়াবাড়িও হয় না আমার-
'তুমি খাঁচা হলে আমি হব পাখি
সারাদিন বসে দ্বারে তোমারই নাম ধরে
করে যাবো ডাকাডাকি।'
 
জী,এই হচ্ছি আমি।
এ ধরনের কোনো সৌন্দর্য- ই নেই আমার।
কিন্তু যেখানে কোনো সুন্দর নেই
সেখানেও কিছু একটা থেকে যায়।
সেটা অপ্রকাশিত সৌন্দর্য।
সেটা হয়তো সবাই দেখতে পায় না।
এমন কোনো একটা সুন্দর আছে নিশ্চয়ই আমার মাঝেও।
কেউ না কেউ সেটা দেখতে পায়।
হয়তো আমি জানি না,
কী সেই সৌন্দর্য ? কে সেই জন?
 
না-ই বা জানলাম,থাক না কিছু  রহস‍্য ।  সব রহস‍্য উন্মোচিত হয়ে গেলে
বেঁচে থাকার আনন্দ 
অনেকটাই পানসে হয়ে যায়।
তাই বলি,
বেঁচে থাকুক কিছু অপ্রকাশিত সৌন্দর্য।
বেঁচে থাকুক অপ্রকাশিত রহস‍্য।