আপডেট : ৩০ ডিসেম্বর, ২০২৩ ১০:০০
আজকের ছড়া/কবিতা
আমি ঘুমাতে চললাম অনন্তকাল
রেবেকা ইসলাম
নিজস্ব প্রতিবেদক
রেবেকা ইসলাম
এখন আমার সমস্ত অবসাদ জেগে আছে
দেহের প্রতিটি শিরায় শিরায়,
আমি ঘুমাতে চললাম অনন্তকাল,
ওই যে দূরের গাখোলা পাহাড়
যাবতীয় যন্ত্রণার বোতাম খুলেও
অশান্তির বুক জমে জমে
হয়ে গেছে শক্ত পাথর,
যার সাথে একদিন ছিল সবুজের সখ্য
বাতাসের মাখামাখি,
সেই গল্প পড়েছিলাম সারাটা দুপুর,
জানালা খুলতেই অপরাহ্ণ গেল ঝুলে
সন্ধ্যাও পথ হারালো
এল কার্নিশ বেয়ে বেয়ে রাত,
আমি ঘুমাতে চললাম অনন্তকাল।