logo
আপডেট : ২ জানুয়ারী, ২০২৪ ১০:৫৮
ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিলেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার
অনলাইন ডেস্ক

ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিলেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার

অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার তার শেষ টেস্ট ম্যাচের আগে ওয়ানডে (ওডিআই) ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।

পাকিস্তানের সাথে চলমান সিরিজের আগেই ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার অবসরের ঘোষণা দিলেন।

সোমবার, ওয়ার্নার বলেছেন যে ওডিআই ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্তটি তিনি ভেবেচিন্তেই নিয়েছেন।

গত বছর ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়াকে ক্রিকেট বিশ্বকাপ জেতাতে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন ওয়ার্নার।

টুর্নামেন্টে অস্ট্রেলিয়ার পক্ষে সবচেয়ে বেশি রানের মালিক ডেভিড ওয়ার্নার অবসরের এই ঘোষণা প্রসঙ্গে বলেছেন যে, ''দূর্দান্ত এক বিশ্বকাপের পরে এটাই অবসর ঘোষণার উপযুক্ত সময় বলে আমার মনে হয়েছে।''

তিনি আরও বলেন, অবসর নেওয়ার ফলে এখন নতুন খেলোয়াড়দের জন্য সুযোগ তৈরি হবে এবং তাকে বিদেশী ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার ক্ষেত্রে তিনি আরও বেশি স্বাধীনতা পাবেন।

ওয়ার্নার গত ১৪ সিজন ধরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলছেন এবং তার প্রচুর ফলোয়ার রয়েছে।

তবে ডাক পেলে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সম্ভাবনা উড়িয়ে দেননি তিনি।

বুধবার নিজ শহর সিডনিতে ১১২তম ও শেষ টেস্ট খেলবেন ওয়ার্নার।