logo
আপডেট : ৬ জানুয়ারী, ২০২৪ ০৯:৩৭
আজকের ছড়া/কবিতা
যৌথ খামার
সুরঞ্জিত বাড়ই

যৌথ খামার

সুরঞ্জিত বাড়ই

এসো,
হেমন্ত সুবাস মিলেমিশে গায়ে মেখে শিশির পা ভেজাই আল ধরে হেঁটে যাই দখিনা মাঠ বেয়ে যতদূর
হাতে হাত রেখে মিষ্টি রোদ্দুর
 
পাশ দিয়ে বয়ে চলা ক্ষীণ প্রবাহ যদিও সর্পিল 
তবু নির্বিঘ্নে খেলি ডুব সাঁতার বুকেতে কৈশোর কাল 
ঐ পাড়ে তোমার বাড়ি
 
এসো গড়ি যৌথ খামার যৌথ চাষাবাদে ফুল- ফুল- লতা-পাতায় নিংড়ে দেই যত প্রেম পৃথিবীর তরে
 
দুঃখ বেদনা যত ভাগ বাটোয়ারা হোক এবার 
সুজলা সুফলা হোক জগৎ সংসার!