logo
আপডেট : ১২ জানুয়ারী, ২০২৪ ১২:০৩
রিপোর্টারের ডায়রি
মওদুদ আহমেদকে আটকে দিয়েছিলেন এক কনস্টেবল
ওমর ফারুক

মওদুদ আহমেদকে আটকে দিয়েছিলেন এক কনস্টেবল

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে দেলোয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের বিচার চলছিল। বিচার চলার এক পর্যায়ে বিএনপি নেতা মওদুদ আহমেদ একদিন সকাল ১০ টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে যান। তিনি দরজা খুলে ঢুকতে চাইলে বাধা হয়ে দাঁড়ান এক পুলিশ কনস্টেবল। তিনি গেটে নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন। 
-স্যার ভেতরে যাওয়া যাবে না।' বলে হাত প্রসারিত করেন কনস্টেবল। মওদুদ আহমেদ রেগে অস্থির। তিনি দাত খিচিয়ে বেলন-
-‌সর সামনে থেকে। আমি সাবেক আইনমন্ত্রী। কনস্টেবল বিনীত স্বরে বলে-
- আমি জানি স্যার। ভেতরে যাওয়ার অনুমোদন নাই স্যার।
এবার আর সহ্য করতে পারলেন না মওদুদ আহমেদ। তিনি কনস্টেবলকে ধাক্কা দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকে গেলেন। কনস্টেবল পড়ে যেতে গিয়ে নিজেকে সামলে নিলেন। আমি তখন পাশে দাঁড়ানো। কালের কণ্ঠ পত্রিকার সাংবাদিক হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবু্নাল কাভার করতে গিয়ে এই পুলিশ কনস্টেবলের সঙ্গে আগেই পরিচয় হয়েছিল। কনস্টেবল আমাকে বললেন-
‌-অবস্থাটা দেখছেন ভাই। আমরা ছোট চাকরি করি কিন্তু বড় বড় দায়িত্ব পড়ে। উনি আমাকে ধাক্কা দিয়ে চলে গেলেন। এটা কি ভাল কাজ করলেন?
আমি তাকে সান্ত্বনা দিয়ে ভেতরে ঢুকলাম। দেখি সামনের সারিতে আসামি পক্ষের আইনজীবীদের সারিতে বসে আছেন মওদুদ আহমেদ।