logo
আপডেট : ১৩ জানুয়ারী, ২০২৪ ১০:২৪
আজকের ছড়া/কবিতা
সোনার ধান
মোঃ আবু রায়হান

সোনার ধান

এত সোনাধান ছড়িয়েছে কে গো 
আমার দেশের মাঠে 
সোনাধান দিয়া সোনার মানুষ  
কিনবো সোনার হাটে। 
সোনায় সোনায় তুলবো ভরিয়া
আমার সোনার দেশ
চারিদিকে শুধু আলো ঝলমল 
নাইকো কোথাও ক্লেশ। 
সোনার ফসল কাটিয়া কৃষক
ভরিয়া লইবে গোলা
জ্বলবে এবার কৃষানীর হাতে  
পিঠা তৈরির চুলা।
নতুন ধানের নতুন চাউলে 
মজার মজার পিঠা
খেজুর গুড়ের পায়েস চিতই 
খাইতে খুবই মিঠা। 
নতুন কাপড় নতুন গয়না 
পরবে সবাই সুখে
সোনার দেশে সোনার মানুষ 
রইবে না কেউ দুখে।