আপডেট : ১৫ জানুয়ারী, ২০২৪ ০৯:৩০
আজকের ছড়া/কবিতা
ঠাণ্ডায় প্রাণ যায়
বিল্লাল মাহমুদ মানিক
ঠাণ্ডায় প্রাণ যায়
যায় বুঝি প্রায় রে,
কনকনে ঠাণ্ডায়
ভয় সবে পায় রে।
রবি ছাড়া রোদ হারা
থমথমে সারা গাঁয় -
কুয়াশায় ধোঁয়াশায়
বেঁচে থাকা পারা যায়!
কী যে শীত, ভাবা যায়!
ছিল না তা আগে রে;
দাঁতে দাঁত কম্পন
ঠোঁটে ঠোঁট লাগে রে।
এত শীত, ভাই রে
যেও নাকো বাইরে,
লেপ গায়ে মোজা পায়ে
শুয়ে থাকো তাই রে।