মঙ্গলবার রাতে বান্দ্রায় দেখা মিলেছে শাহরুখ খান ও তাঁর ম্যানেজার পূজা দাদলানির। তবে দুজনের একসঙ্গে ভিডিয়ো তৈরি করেছে নতুন জল্পনা। কারণ হুডিতে মাথা ঢেকে, সঙ্গে ছাতা চাপিয়ে বের হয়ে আসছিলেন শাহরুখ, পাশেই পূজা। পাপারাজ্জিরা এই মুহূর্ ক্যামেরাবন্দি করতে ছুটে আসে স্বভাবতই। তবে দেখা যায়, শাহরুখ খান একটি ফোন প্রায় হাত দিয়ে ঢেলে সরিয়ে দেন। এরপর সোজা উঠে যান গাড়িতে।
মঙ্গলবার রাতে বান্দ্রায় দেখা মিলেছে শাহরুখ খান ও তাঁর ম্যানেজার পূজা দাদলানির। তবে দুজনের একসঙ্গে ভিডিয়ো তৈরি করেছে নতুন জল্পনা। কারণ হুডিতে মাথা ঢেকে, সঙ্গে ছাতা চাপিয়ে বের হয়ে আসছিলেন শাহরুখ, পাশেই পূজা। পাপারাজ্জিরা এই মুহূর্ ক্যামেরাবন্দি করতে ছুটে আসে স্বভাবতই। তবে দেখা যায়, শাহরুখ খান একটি ফোন প্রায় হাত দিয়ে ঢেলে সরিয়ে দেন। এরপর সোজা উঠে যান গাড়িতে।
গত কয়েক বছরে কোনও মিডিয়া ইন্টারভিউ দেননি শাহরুখ, সিনেমার প্রোমোশন ছাড়া। তবে সম্প্রতি মুখোমুখি হয়েছিলেন নিউজ ১৮-এর। যেখানে ২০১৮ সালে তাঁর উপর দাগিয়ে দেওয়া ফ্লপ তকমা থেকে ছেলে আরিয়ানের জেলে যাওয়া, সব নিয়েই কথা বলেছেন তিনি।
শাহরুখ বলেন, ‘ব্যক্তিগত জীবনেও কিছু অবাঞ্ছিত এবং খারাপ জিনিস ঘটেছিল। সেখান থেকে আমি বড় শিক্ষা নিয়েছি। আমি তখন বুঝেছি একদম চুপ থাকো। চুপচাপ কঠোর পরিশ্রম করে যাও, সম্মানের সঙ্গে। তুমি যখন ভাববে জীবনে সব ঠিক আছে তখনই জীবন কোথা থেকে এসে তোমায় আঘাত করে দেবে বুঝতেও পারবে না। কিন্তু এই সময়টায় তোমাকে আশাবাদী থাকতে হবে, সৎ থাকতে হবে।’
কাজের সূত্রে, কিং খানকে শেষ দেখা গিয়েছে ডাঙ্কি ছবিতে। যা পরিচালনা করেছিলেন রাজকুমার হিরানি। এছাড়াও ছিলেন তাপসী পান্নু, বোমন ইরানি, ভিকি কৌশল, অনিল গ্রোভাররা। তবে সেই সিনেমা নিয়ে যে পরিমাণ প্রত্যাশা ছিল, তা অন্তত হয়নি বক্স অফিসে। ডাঙ্কি ব্যবসা করেছে বিশ্বব্যপী ৪৫৮.৫৯ কোটির। তবে ২০২৩-এর আরও দুটি ছবি পাঠান আর জওয়ান ছিল ব্লকবাস্টার হিট।
অন্য দিকে, ভারতে ডাঙ্কি-র মোট সংগ্রহ ২৬৭.৫০ কোটি টাকা। ছবিটি প্রথম সপ্তাহে ১৬০.২২ কোটি, দ্বিতীয় সপ্তাহে ৪৬.২৫ কোটি এবং তৃতীয় সপ্তাহে ১৫.৪ কোটি সংগ্রহ করেছে। ছবিটি ভারতে ২৩ তম দিনে ০.৫৫ কোটি এবং ২৪ তম দিনে ০.৮ কোটি আয় করেছে।
সূত্র : হিন্দুস্তান টাইমস বাংলা