logo
আপডেট : ১৯ জানুয়ারী, ২০২৪ ১২:১৭
( সদ‍্য প্রয়াত কবি ও গীতিকার জাহিদুল হককে)
এলিজি
গোলাম কবির

এলিজি

অবশেষে তুমিও চলে গেছো
এক বিষণ্ণ দুপুরে একা একা
হাসপাতালের সাদা বেডে শুয়ে শুয়ে
তোমার পাথর চোখ দুটি 
আর খোলা হলো না!
তোমার ' চিরশিল্পের বাড়ি' তে
আর যাওয়া হবে না ভাবতেই
'পকেট ভর্তি মেঘ ' নয়
আমার পুরো হৃদয়ই এখন
হয়ে গেছে শোকের' নীল দুতাবাস!'
'' আমার এ দুটি চোখ পাথর তো নয়
তবু কেনো ক্ষয়ে ক্ষয়ে যায়''
লিখে গেলে যে গান  আগেই-
তা এখন বারবার শুনছি এবং 
শুনতে শুনতে আমার হৃদয় এখন
ভেসে যাচ্ছে নোনাজলের বন‍্যায়!