আপডেট : ২১ জানুয়ারী, ২০২৪ ০৬:৩৬
আজকের ছড়া/কবিতা
অজানা গন্তব্য
মৌমিতা মৌ
আমাকে থাকতে দিও
মিছে কোনো এক বিকেলে
মৌন চায়ের কাপে,
যেখানে বিষাদের কোলে গোধূলি ঢলে।
না, আমি বলবো না-
সে আগের মতো সন্ধ্যার আলোর পরে
কোন এক বাসস্টপে,
ভালোবাসা নিরাপদে হাত ধরে নামুক গন্তব্যে।
বলবো না-
ক্লান্ত, ঘুম জড়ানো মাথা ঢলে পড়ুক আমার কাঁধে।
আবেগের পাঁচটি আঙুল জড়িয়ে রাখুক অপর পাঁচটিকে।
হয়তো কোনোদিন জানতে পারবে না-
নয়টার গাড়ি যখন সাতটায় ছেড়ে যাওয়ায়
কী গভীর মন খারাপ লুকিয়েছিলাম আমি সেদিন।
যে সোডিয়ামের আলোর নিচে দুটো কাঠগোলাপ
সাদার মায়ায় জড়িয়েছিলো,
তাদের তুমি আবার জোড়া লাগাও-
বলবো না।
শুধু বলবো,
হঠাৎ একটু থাকতে দিও,
যেখানে নিচ্ছিদ্র নীরবতায়,
আমার মন ক্ষণিক শান্তির বাসা বাঁধে।
একটু অনুভব করতে দিও,
যে তর্জনী আমার কপাল বেয়ে
চুলের গভীরে গিয়ে হারায়।
কারণ তারপর তো আবার গন্তব্য
অজানা পাখির মতো এদিক-সেদিক।
ব্যাথার রাতকে উস্কে দিয়ে
একটু আপন করে কাছে রাখা।
তবুও বলবো না আগের মতো যত্ন নিও
জনস্রোতের ভিড়বাটারে আমায় নিয়ে হারিয়ে যেও।