২০০৭ সালে ওয়ান এলিভেনের পর ওই সময়ের সরকার গণহারে আওয়ামীলীগ ও বিএনপির নেতাদের গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়ে ছিল। সেই সময় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকেও কারান্তরীন করা হয়েছিল। অনেক নেতার মতো বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকেও নেয়া হয়েছিল জেলে। পরে মানবতা বিরোধী অপরাধের দায়ে তার ফাঁসিও কার্যকর করা হয়েছে কারাগারেই। ওই সময় ঢাকা বিভাগের ডিআইজি প্রিজন্স ছিলেন মেজর (অব.) শামসুল হায়দার ছিদ্দিকী। একদিন মেজর ছিদ্দিকী কারাগার পরিদর্শনে গিয়ে সাকা চৌধুরীর সেলে যান। গিয়ে দেখতে পান ডিভিশন সেলে তার কক্ষে লুঙ্গী ও গেঞ্জি পরে বসে আছেন। সেখানে গিয়ে শামসুল হায়দার ছিদ্দিকী তার সঙ্গে কথা বলেন। তারই একটি ছবি পেয়েছে সংবাদ এবং। পুরনো সেই স্মৃতি পাঠকদের উদ্দেশ্য প্রকাশ করা হলো।