logo
আপডেট : ৪ ফেব্রুয়ারী, ২০২৪ ০৯:৪৮
আজকের ছড়া/কবিতা
শুধু তুমিই নেই
নাহিন শিল্পী

শুধু তুমিই নেই

নাহিন শিল্পী

তুমি চলে গেছ বলে...
ভেবো না আমি নোনা জলে নয়ন ভাসিয়েছি,
নোঙ্গর ফেলেছি বালুময় তীরে।
ভেবো না এমনটি তুমি
আমি অযাচিত স্বপ্নে গা ভাসিয়ে,
মরুভূমি পথ হাঁটছি কিংবা
স্বপ্ন ভঙ্গের বেদনায়...
নিজেকে নির্বিচারে  দিয়েছি ঠেলে
আঁধার কুটিরের পরিত্যক্ত নর্দমায়। 
পরাজয়ের বঞ্চনায় টাল-মাটাল হয়ে
আশ্রয় নিয়েছি ব্যভিচারীদের দলে।
তুমি চলে গেছ বলে-একদিন,
করুণ আর্তনাদে আকাশটা কেঁপেছে
ঝরঝর করে কপোল বয়ে গেছে উত্তপ্ত স্রোত,
প্রচণ্ড বেগে থেমে থেমে বয়েছে কাল বৈশাখী।
ছিন্নভিন্ন হয়ে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার কথা ছিলো
যে পৃথিবীর,
সেখানে সবুজ - শ্যমলিমা দিগন্ত ছেয়েছে!
এমনটি হয়তো ভাবনি তুমি।
তুমি ছেড়ে গেছ বলে...
থেমে নেই বসন্তেরা,
ভেঙ্গে পড়া স্বপ্ন বিনির্মিত হয়েছে অসংখ‍্যের মাঝে
সুখ স্বপ্নগুলো পাপড়ি ছড়াচ্ছে প্রতিনিয়ত,
ফুলে ফলে পল্লবিত শাখায়
কলরবে মুখরিত হচ্ছে চারদিক।
তুমি চলে গেছ বলে শুধু তুমিই নেই।
রয়েছে চলমান নদীটা
বেলকনিতে নির্জনে ছুঁয়ে যাওয়া স্নিগ্ধ সমীরণ,
রয়ে গেছে  আঁকা-বাঁকা পথের ধারের
সেই পচাডোবা।
যেখানে নিরেট চাঁদের আলোতে
ঝলমল করতো যৌবন দীপ্ত লালপদ্ম,
এখনো করে,যার নিখাদ স্পর্শ 
এখনো রাঙিয়ে যায় আমার হৃদয় আঙ্গিনায়।
তুমি চলে গেছো ,তবুও আমি শুনি
মুটোফোনের তরঙ্গে জোছনা রাতে সমুদ্রের গর্জন। 
অবারিত আকাশের উদার আলিঙ্গনে
ধরনী যেমন  উষ্ণতা খুঁজে পায়, তেমনি
রৌদ্র-দীপ্ত,বৃষ্টিভেজা পথ চলা আর,
অনন্ত বাসনার উচ্ছ্বসিত ব্যঞ্জনায়...
ভালোলাগাগুলো আঁকড়ে থাকে
আমার সমস্ত বুক জুড়ে,
আমি অভিভূত হয়ে দৃষ্টি প্রসারিত করি
আগামীর পথ চলায়।।