logo
আপডেট : ৫ ফেব্রুয়ারী, ২০২৪ ১০:০৯
আজকের ছড়া/কবিতা
কাঁচাপাকা
মোস্তাফিজুল হক

কাঁচাপাকা

মোস্তাফিজুল হক

কাঁচা বয়স কাঁচা সোনা
গড়ালে হয় পাকা
বয়স পাকা হলে পরে
দেখতে লাগে বাঁকা।
 
পাকা কথায় গুণী হলে
জগতে সুখ ফলে
কাঁচা বয়স পাকা কথা
ভালো কি কেউ বলে?
 
কাঁচা লোকের কাঁচা কথা
কাজেও পাকা নয়;
পাকা রঙের জামা নাকি
ধুলেই পরিচয়।