logo
আপডেট : ৫ ফেব্রুয়ারী, ২০২৪ ১১:০৫
মিয়ানমারের ভাগ্যের নির্মম পরিহাস : সীমান্ত বাহিনীর ৯৫ জন আশ্রয় নিয়েছে বাংলাদেশে
নিজস্ব প্রতিবেদক

মিয়ানমারের ভাগ্যের নির্মম পরিহাস : সীমান্ত বাহিনীর ৯৫ জন আশ্রয় নিয়েছে বাংলাদেশে

ভাগ্যর নির্মম পরিহাস মিয়ানমারের জন্য। দেশটির সেনা বাহিনী ও সীমান্ত রক্ষাকারী বাহিনীর অত্যাচারে নিরীহ রোহিঙ্গাদের দেশ ছেড়ে বাংলাদেশে পালিয়ে আসতে হয়েছিল। সেই সীমান্ত রক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) সদস্যরা বিদ্রােহীদের সঙ্গে যুদ্ধে কুলিয়ে উঠতে না পেরে রোহিঙ্গাদের মতো পালিয়ে এদেশে আসছেন। গত দু'দিনে ৯৫ জন সদস্য অস্ত্রসস্ত্রসহ বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তাদের ক'জন গুলিবিদ্ধ। আর বাংলাদেশ সরকার মহানুভবতা দেখিয়ে তাদের চিকিৎসাও করছে। এ ঘটনাকে অনেক মিয়ানমারের ভাগ্যের নির্মম পরিহাস বলে উল্লেখ করছেন।

উল্লেখ্য, মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের জেরে এখন পর্যন্ত ভারত ও চীনে তাদের অনেক সেনা পালিয়ে গেছে। আর বাংলাদেশে আসছে সীমান্ত রক্ষী বাহিনীর সদস্যরা। আজ পর্যন্ত  ৯৫ জন সদস্য অস্ত্রসহ বাংলাদেশে প্রবেশ করেছেন।
তবে তাদের নিরস্ত্রীকরণ করে নিরাপদ আশ্রয়ে নিয়েছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালে দিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম  বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপির সদস্যরা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। বিজিবি তাদের নিরস্ত্রীকরণ করে নিরাপদ আশ্রয়ে নিয়েছে। এরমধ্যে আহত ১৫ জন সদস্যকে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান তিনি।