logo
আপডেট : ৭ ফেব্রুয়ারী, ২০২৪ ১০:৪৪
আজকের ছড়া/কবিতা
একেলা অভিমান
জেবুন নেছা রীনা

একেলা অভিমান

জেবুন নেছা রীনা

অভিমান পড়ে থাকে একেলা অবেলায়
শান্ত প্রভাতে পাখিকুল কুজন করে অযথাই
শীতের ভোরের মিষ্টি রোদ মিছেই হাসে
জলহীন নদীর শূন‍্য ঘাটে মিছেই জলকেলি 
জোছনার রং নীল না কি আকাশী
থাক তার রং তার নিজস্বতায়।
 
শান্ত দীঘিটা ভরে যাক কচুরীপানায়
পদ্মপুকুরের সব ফুল ঝরে যাক
ভরে যাক গোখরো কালকেউটায়
অভিমান কাঁদে না কোনো যাতনায়
পুড়ায় না তার অঙ্গ কোনো অনলে।