logo
আপডেট : ১১ ফেব্রুয়ারী, ২০২৪ ১১:০২
আজকের ছড়া/কবিতা
রাত্রি বিষয়ক কথকতা
চন্দনকৃষ্ণ পাল

রাত্রি বিষয়ক কথকতা

চন্দনকৃষ্ণ পাল

রাত্রি  -১
 
ঘুমের আড়াল থেকে বাঁশি শুনি রাতে
ঢেউয়ের পদধ্বনি অন্ধকারে আবার মাতাল
বাতাস এসে জানালায় শিস রাখে তার
পরিচিত মুখ মিশে গোপন পৃষ্ঠায় ।
 
রাত্রি  -২
সদ্য জলে স্নান করা
ঘাসের শরীর ছুঁয়ে ছুটে এক ধুসর বিকেল-
নিজস্ব অন্ধকারে লুকিয়ে রাখে মেঘ
বিন্দু বিন্দু জল।
 
আবার অন্ধকার হাতছানি দেয়
আবার বাঁশরি বাজে ঐ পোড়া ঠোঁটে
মল্লার চন্দ্রিকায় রাত জমে থাকে ।
 
রাত্রি  - ৩
 
তারপর অনন্ত রাত জল শব্দ, একা ।
গড়িয়ে যাওয়া সবুজ কাণ্ড ছুঁয়ে ছুঁয়ে নিরুদ্দেশে  -
তারাজ্বলা আকাশ ছুঁয়ে আসা অবোধ্য
কথোপকথনে ঝরে এক দুই করে
যেনো অশ্রু বিন্দু ,
জানালায় দাঁড়ানো বৃক্ষ পত্রালীতে
তুলে আনে নীরব বেহাগ
এই অন্ধকারেও আগুন রঙা শাড়ি
উৎসবে দেখা মুখ হায় ।
 
পুরাতন সাঁকো যদি নিভৃতে খোলে ফেলে
সমস্ত বন্ধন
প্রভাতে মানব নির্বাক
এই হওয়া ভালো, কোন অভিযোগ নেই ।
 
সব মুছে গেলে শুধু জল শব্দ
রাত জাগে একা নৈশ প্রহরী
জানালায়, পত্রালীতে কুয়াশার একক রোদন,
এই হওয়া ভালো ।
 
উৎসবের দেবী মুখ চন্দ্রের আত্মজা ।