logo
আপডেট : ১১ ফেব্রুয়ারী, ২০২৪ ১১:৩০
আরও পদোন্নতি মিলছে অতিরিক্ত সচিব পদে
নিজস্ব প্রতিবেদক

আরও  পদোন্নতি মিলছে অতিরিক্ত সচিব পদে

প্রশাসনে অতিরিক্ত সচিবের অনুমোদিত পদ ১৩৫টি পদের বিপরীতে বর্তমানে কর্মরত ৪২০ জন কর্মরত আছেন। এর পরও অতিরিক্ত সচিব পদে আরো পদোন্নতি দেয়া হচ্ছে। এ ছাড়া  অন্যান্য পদেও পদোন্নতি দেয়া হবে। 

নতুন সরকারের ক্ষমতা গ্রহণের শুরুতেই প্রশাসনে ব্যাপক পদোন্নতির প্রক্রিয়া শুরু হয়েছে। শিগগিরই আসছে এসব পদোন্নতি। প্রশাসনে সচিব, অতিরিক্ত ও উপ-সচিব পদে পদোন্নতি দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ ছাড়া অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব পর্যায়ে বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থা, বিভিন্ন কমিশন ও অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক পদেও আসছে পরিবর্তন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রায় দুই মাস আগে অতিরিক্ত ও উপ-সচিব পদে পদোন্নতি দিতে প্রাথমিক প্রক্রিয়া শুরু হয়। সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) একাধিক বৈঠকের পর নির্বাচনী ব্যস্ততার কারণে সেটি আর চূড়ান্ত করা হয়নি।

নতুন মন্ত্রিসভা গঠনের পর এসএসবি’র কার্যক্রম আবার শুরু হয়েছে। এবার পদোন্নতির জন্য বিবেচনায় আনা হচ্ছে নিয়মিত ব্যাচ হিসেবে বিসিএস প্রশাসন ক্যাডারের ১৮তম ব্যাচ থেকে অতিরিক্ত সচিব এবং ৩০তম ব্যাচ থেকে উপ-সচিব পদের কর্মকর্তাদের। অতিরিক্ত ও উপ-সচিব পদে দুই শতাধিক কর্মকর্তাকে পদোন্নতি দেয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র বলছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানায়, উল্লিখিত এসএসবি’র বৈঠকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কর্মজীবনের সব নথি, প্রয়োজনীয় নম্বর, চাকরিজীবনের শৃঙ্খলা, দুর্নীতির অভিযোগসহ সামগ্রিক বিষয় বিশ্লেষণ করা হয়েছে। অতিরিক্ত সচিব পদে পদোন্নতির জন্য ১৮তম ব্যাচের সঙ্গে বঞ্চিত ১৭তম ব্যাচসহ অন্যান্য ব্যাচের কর্মকর্তাদেরও বিবেচনা করা হচ্ছে। ১৮তম ব্যাচের কর্মকর্তার সংখ্যা মোট ১০০। এই মুহূর্তে কর্মরত আছেন ৯২ জন।

সূত্র মতে, বর্তমান প্রশাসনে সচিব, অতিরিক্ত সচিব ও উপ-সচিব পদে পদোন্নতি দেয়ার ব্যাপারে প্রয়োজনীয় প্রক্রিয়া প্রায় শেষ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। জাতীয় সংসদ নির্বাচনের জন্য এই প্রক্রিয়া থেমে ছিল। এ মাসেই নিশ্চিত হবে কারা পদোন্নতি পাচ্ছেন। ২০২৩-এর অক্টোবর থেকেই পদোন্নতি দিতে প্রাথমিক প্রক্রিয়া শুরু হয়। বেশ কয়েক দফায় অনুষ্ঠিত হয় সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) বৈঠক। 


জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ অনুবিভাগের (এপিডি) মো. নাজমুছ সাদাত সেলিম মানবজমিনকে বলেন, এই বিষয়ে বলার মতো পর্যাপ্ত তথ্য আমার কাছে নেই। এ মাসেই পদোন্নতি হচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন, বলতে পারছি না। এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সিনিয়র সহকারী সচিব থেকে উপ-সচিব পদে পদোন্নতি দেয়া হয়েছিল ২৩১ কর্মকর্তাকে। এদের মধ্যে প্রশাসন ক্যাডারের ২৯তম ব্যাচের ১৬৯ কর্মকর্তা পদোন্নতি পেয়েছেন। এবার বিসিএস নিয়মিত ব্যাচ হিসেবে ৩০তম ব্যাচের কর্মকর্তাদের উপ-সচিব পদে পদোন্নতির জন্য বিবেচনা করা হবে। এই ব্যাচের প্রশাসন ক্যাডার কর্মকর্তার সংখ্যা ২৭৭। 

জানা গেছে, বিসিএস প্রশাসন ক্যাডারের ১৫তম ব্যাচ থেকে কয়েকজন কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি দেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। ২০২২ সালের শুরুতে এই ব্যাচের যেসব কর্মকর্তা অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেয়েছিলেন, তাদের মধ্য থেকেই সচিব পদে পদোন্নতি দেয়া হবে। ইতিমধ্যে এই ব্যাচের কর্মকর্তা মো. খাইরুল ইসলাম সচিব পদে পদোন্নতি পেয়েছেন।

এর আগে গত বছর এপ্রিলে অতিরিক্ত সচিব ও ১লা নভেম্বর উপ-সচিব পদে পদোন্নতি দেয়া হয়। এবার ১৮তম ব্যাচের বড় একটি অংশসহ বাদ পড়া (লেফট আউট) সপ্তম ব্যাচ থেকে ১৭তম ব্যাচ, অন্য ক্যাডারসহ আগে পদোন্নতিবঞ্চিত শতাধিক কর্মকর্তার সব তথ্য যাচাই করেছে সুপিরিয়র সিলেকশন বোর্ড (এসএসবি)।