logo
আপডেট : ১৩ ফেব্রুয়ারী, ২০২৪ ১১:২৬
আজকের ছড়া/কবিতা
জাগো খুকি
হালিমা সুলতানা

জাগো খুকি

হালিমা সুলতানা

উঠো উঠো ঘুম ভেঙে
জেগে উঠো খুকি
চেয়ে দেখো জানালায়
ভোর দিলো উঁকি।
 
কুহু কুহু ডাকে মন
রাঙা এক পাখি,
লাল রঙা জবা ফুলে
খোঁপা গেঁথে রাখি।
 
ঘুম মাখা চোখ খোলে 
মিঠে রোদ মাখি,
রবি জাগে পূবাকাশে
রাত নেই বাকি।
 
জাগো খুকি ঘুমিয়ো না
ঘুম ভেঙে জাগো,
বাঁধা ভেঙে ত‍েজি মনে
কাজে তুমি লাগো।