logo
আপডেট : ১৬ ফেব্রুয়ারী, ২০২৪ ২০:৫৯
বই মেলায় এলো এম এল গনির বই কানাডা অভিবাসনের আবেদন - প্রত্যাশা ও বাস্তবতা
নিজস্ব প্রতিবেদক

বই মেলায় এলো এম এল গনির বই  কানাডা অভিবাসনের আবেদন - প্রত্যাশা ও বাস্তবতা

একুশে গ্রন্থমেলায় এলো কানাডা প্রবাসী লেখক এম এল গনির লেখা কানাডা অভিবাসনের আবেদন - প্রত্যাশা ও বাস্তবতা শিরোনামের বইটি। বইমেলার আল হামরার ৪৪৮ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে। বইটি rokomari.com হতে অনলাইনেও কেনা যাবে।
বইটিতে ছোটগল্পের আদলে লেখা হয়েছে কানাডা অভিবাসনের কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে। যাদের কানাডার ব্যাপারে আগ্রহ আছে তাদের তো বটেই,  অন্যদেরও ভালো লাগবে লেখাগুলো।  ফ্ল্যাপে বইয়ের সংক্ষিপ্ত রিভিউ লিখেছেন স্বচ্ছ চিন্তার লেখক, বহুমুখী প্রতিভার অধিকারী, দুই বাংলার জনপ্রিয়, চমক হাসান।