logo
আপডেট : ১৮ ফেব্রুয়ারী, ২০২৪ ০৮:২১
আজকের ছড়া/কবিতা
কবি হয়ে যাই
আব্দুল্লাহ আল মামুন রিটন

কবি হয়ে যাই

তুমি চলে গেলে থেকে যায় অলস দুপুর 
ক্লান্তির কালো মেঘ নেমে আসে চোখে
কখনো দু-এক ফোটা বৃষ্টির ভারী অসুখ
থেমে যায় লম্বা পথ পাড়ি দেওয়ার প্রত্যয়।
 
তুমি না থাকলে আমি যেন অনাথের মতো
অরণ্য আছে অথচ সবুজ নেই, ফুলও নেই
নদীর স্রোত যেন ভাঙতে থাকে দুটি পাড়
তোমার না থাকাটা অসহ্য হয়ে ওঠে জীবন।
 
প্রতিশ্রুতির পাথরগুলো চেপে বসে বুকে
স্বপ্নগুলোও নিথর করে দেয় হৃৎস্পন্দন
তুমি ছেড়ে গেলে আমিও একা হয়ে যাই
কবি হয়ে যাই বিরহী কবিতার বিষণ্ন শব্দে।