আপডেট : ১৯ ফেব্রুয়ারী, ২০২৪ ০৯:৪৯
আজকের ছড়া/কবিতা
এলো যে আজ বসন্ত--!
আশীষ কুমার রায়
শৈত্য গেলো ফাগুন এলো
দেহের কাঁপন নাই,
মনেপ্রাণে পুলকিত
মনেতে সুখ পাই।
শিমুল বনে রঙ লেগেছে
গোলাপ গাঁদা হাসে,
কোকিল ডাকে কুহুকুহু
বাসন্তী এই মাসে।
শীতল হাওয়া বইছে মৃদু
ধূসর ধুলো উড়ে,
কুয়াশা সে উধাও হলো
যায়না দেখা দূরে।
প্রজাপতি ডানা মেলে
সারা বাগান চষে,
আয়েশ করে রেণু মাখে
ফুলে ফুলে বসে।
দুষ্টু ভ্রমর গুনগুনিয়ে
নাচে মধুমাসে,
চঞ্চলতায় ঘুরে বেড়ায়
মধু লাভের আশে।
শিশু কিশোর, যুবক-যুবা
সাজ করে হরষে,
লজ্জারাঙা ফুলকিশোরি
মাতে হাস্য রসে।
আশা রাঙা,স্বপ্ন রাঙা
রাঙাও সবার মন,
উদার চিত্তে সবকে টানো
করো আলিঙ্গন।
মালা গেঁথে পরের গলায়
বাড়াও রূপ লাবণ্য,
বসন্তরাগ দাও শুনিয়ে
হই সকলে ধন্য।