logo
আপডেট : ২০ ফেব্রুয়ারী, ২০২৪ ১০:৪৩
আজকের ছড়া/কবিতা
প্রথমাকে ভালোবাসো
সোহরাব হোসেন

প্রথমাকে ভালোবাসো

নিত্যই তোমার এখন কল্পনা 
আর একটি নতুন সঙ্গী করার...
নতুন সঙ্গী পাবে
প্রথমার মতো ভালোবাসা হয়তো পাবে না।
 
প্রথম প্রেম ভুলা যায় না, 
ভুলা যায় না প্রথম প্রেয়সীর গন্ধ
তোমার জন্য ভুলে থাকাটা মঙ্গলের
তবে অমঙ্গলের ছোঁয়া তাতে সহস্রাধিক  ;
আজ তুমি রঙিন প্রচ্ছদের মলাটে স্তব্ধ ! 
 
সত্যিই কি ঘ্রাণ পাও ঐ প্রচ্ছদের ঘ্রাণে ? 
ভুলে আছো হয়তো তুমি সুখী কিন্তু 
ভুলতে পারছো না তাতেই তুমি চরম অসুখী। 
ক্ষণিকের মোহে মগ্ন হৃদয়ে মিথ্যে মায়া,
তেমনি গৃহীত হচ্ছে নিতান্তই বাস্তব মরণ ছায়া।
যখনই হৃদে পুষবে মিথ্যা প্রেম আর বিশ্বাস,
দূরত্বে অবস্থান নিবে প্রকৃত প্রথমার নিঃশ্বাস !
 
যতটা সহসাই উছলিয়া আসা প্রেমে -
ঢেউয়ে ঢেউয়ে ডুবে ব্যয় করবে সময়, 
ঠিক ততটাই খুচরো পয়সায় মতোই 
হারিয়ে যাবে তোমার সংসার জীবনের শান্তি ! 
প্রথমাকে না ভুলে মন থেকে  ভালবাসো,
তাতেই নিশ্চিত পরিপূর্ণ ছন্দে অফুরান শান্তি।