logo
আপডেট : ২১ ফেব্রুয়ারী, ২০২৪ ১০:১২
আজকের ছড়া/কবিতা
বৃদ্ধাশ্রম
কাজী রাসেল

বৃদ্ধাশ্রম

মাসখানেক ধরে
প্রস্তুতি নিচ্ছি কৃষ্ণকলিকে দেখার
তখন ঘড়ির কাটা টুংটাং শব্দ করছে অবিরাম
হাসনাহেনার ঘ্রাণে মাতাল আনন্দ বাজার। 
 
রাত্রি শেষে ঘটে যায় অদৃশ্য নমুনা!
 
গভীরতম রাতে নির্জন পরিবেশে
কৃষ্ণকলির মধু লুটে নেয় কামুক ভ্রমর... 
 
সাক্ষী 
ঝরে যাওয়া বকুল 
কুয়াশায় ঢাকা নীল আকাশ। 
 
অন্যদিকে 
চারপাশে শিশির বিন্দু জমে থাকায়
হাঁটতে কষ্ট হচ্ছে
বৃদ্ধাশ্রমে থাকা 
সবচেয়ে বয়োঃজ্যেষ্ঠ জননীর । 
 
শহরের উঁচু দালানে ঘুমে নিমগ্ন,
আদরের উত্তরসূরী 
অথচ বৃদ্ধাশ্রমে বসা জননী 
সারারাত ঘুম নেই নষ্ট চোখে!
 
চোখের বৃত্তটি ক্রমাগত ভরাট হচ্ছে 
এসব দেখেও দেখে না মাটির পুতুল। 
পৌষের শীতে  থরথর করে কাঁপছে
জীর্ণ শীর্ণ শরীর!