
আপডেট : ২২ ফেব্রুয়ারী, ২০২৪ ১০:৪৬
আজকের ছড়া/কবিতা
কলমের পদাবলী
তাছাদ্দুক হোসেন
যেইদিন আমি তশরিফ রাখি বৃক্ষের পৃথিবীতে
সেদিন কী খুব মেঘ করেছিলো আকাশের বাড়ি-ঘরে
হেসেছিলো ফুল,বৃষ্টির ধারা নেচেছিলো সুরগীতে
তার ছিটেফোটা বলে দাও শুনি যদি যায় মনে পড়ে।
ঝিরিঝিরি বায়ে জলের শরীর হয়েছিলো শিহরিত
কাশের ফুলেরা সাদা ঢেলেছিলো নদীটির দুই পাড়
মাছরাঙা বক ধ্যানে ছিলো ধ্যানী উল্লাসে পুলকিত
মৎসনারীরা সারাজল ব্যাপী পেতেছিলো সংসার।
ঝিঁঝি ডাকা রাত বনবীথিকায় ঝুলেছিলো সুখানন্দে
তারার হাসির আলোকছটায় ভেসেছিলো চারদিক
আহা মায়া ভরা কী যে মায়া মাখা মায়াময় ম ম গন্ধে
সুবহে সাদিক হেসে উঠেছিলো আলো ঝরা চিকচিক!
আমার জন্মধাত্রীর প্রাণ জ্বলেছিলো মৃতপ্রায়
জঠর জ্বালায় ব্যথাতুর হয়ে করেছিলো চিৎকার
বৃক্ষের পাতা সমব্যথী হয়ে ঝরছিলো বেদনায়
সেই ইতিহাস জানা আছে কোনো ইতিহাসবেত্তার?
শুধু বেড়ে উঠি দীর্ঘপথের গল্প মাড়িয়ে চলি
বিন্দুকে করি বিশাল বৃত্ত কলমের পদাবলী।