logo
আপডেট : ২৪ ফেব্রুয়ারী, ২০২৪ ০৬:৩১
আজকের ছড়া/কবিতা
পাখি হবো
রফিকুল ইসলাম মানিক

পাখি হবো

পরের জন্মে পাখি হবো
মন আনন্দে উড়াল দিবো।
অসুখ ভুলে সুখ হাতড়াবো 
ভালোবেসে মন বিলাবো।
পরের জন্মে পাখিই হবো
মন চাইলে দু'জন মিলে
খুনসুটিতে ব্যস্ত থাকবো। 
হেসে খেলে নীল আকাশে 
স্বপ্ন সুখে ডানা ঝাঁপটাবো।
এ জন্মের না পাওয়া যতো
পরের জন্মে নিশ্চয়ই পাবো।
যাতনা ভুলে সুখ আনন্দে 
নতুন নতুন কাব্য লিখবো।
জলের গভীরে যাও 
গভীরে যাও তুলে আনো নীরবতা
তুলে আনো শোক ভাঙা লুকানো যত অশ্রু
খুঁজে দ্যাখো খনিতে লুকানো কত দুঃখের পাথর
কতটা উত্তাপ পেলে জেগে উঠবে প্রতিবাদী ভাষা।
আরো গভীরে যাও দ্যাখো কত ক্ষত
মানুষ নিজের কবর নিজেই খুঁড়ছে ইচ্ছেমতো ।
অযাচিত চরিত্রে খিল এঁটে 
চরম সুখেই দিন কাটাবো।
নিশুতি রাতে তোমায় নিয়ে
নিত্য নতুন স্বপ্ন দেখবো।
এই জীবনের দুঃখ উড়িয়ে 
পরের জন্মে পাখিই হবো।